NOW READING:
SSC Case: অনশন তুলে নিলেন ৩ চাকরিহারা শিক্ষক, বড় আন্দোলনের হুঁশিয়ারি
April 13, 2025

SSC Case: অনশন তুলে নিলেন ৩ চাকরিহারা শিক্ষক, বড় আন্দোলনের হুঁশিয়ারি

SSC Case: অনশন তুলে নিলেন ৩ চাকরিহারা শিক্ষক, বড় আন্দোলনের হুঁশিয়ারি
Listen to this article


রণয় তিওয়ারি ও নান্টু হাজরা: এসএসসি ভবনের সামনে থেকে অনশন ও অবস্থান তুলে নিলেন চাকরিহারা শিক্ষকরা। টানা ৪ দিন পর তাদের অবস্থান থেকে সরে এলেন শিক্ষকরা। তবে আগামী ১৫ এপ্রিল নিজাম প্যালেস অভিযানের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অব্যাহত রয়েছে চাকরিহারাদের।

এদিকে চাকরি যাওয়া ইস্যুতে ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। এনিয়ে আজ পথে নামছে বিজেপি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আজ তাদের মিছিল রয়েছে। ওই মিছিলে থাকবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, জ্যোতির্ময় সিং মাহাতরা থাকবেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি যে তাদের ভোটের অস্ত্র শান দিতে চাইছে তা একপ্রকার স্পষ্ট।

ধর্মতলার ওয়াই চ্যানেলে যেসব চাকরিহারা বসে রয়েছেন তাদের মধ্যে একজন রেখা সেন। বিড়ি বেঁধে পড়াশোনা করেছেন। স্বপ্ন ছিল শিক্ষক হবেন। সেই স্বপ্ন তাঁর পূরণ হয়েছিল। কিন্তু আচমকাই সব হিসেবনিকেশ ওলটপালট হয়ে যায় সুপ্রিম কোর্টের রায়ে। যে ২৬ হাজার জন চাকরি হারিয়েছেন তাদের মধ্যে তিনি একজন। এখন তিনি রাস্তায়। লোন নিয়ে বাড়ি তৈরি করেছিলেন রেখা। সেই লোনের ইএমআই মাসে ২৫ হাজার টাকা দিতে হচ্ছে তাকে। এখন সেই টাকা তিনি কোথায় পাবেন।

আরও পড়ুন-কর্কটের প্রেম, সিংহের আত্মশক্তি, মীনের চ্যালেঞ্জ! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…

নদিয়ার মায়াপুরের বাসিন্দা নার্গিস পারভিন। করিমপুর বিনোদনগর হাইস্কুলের লাইফ সায়েন্সের শিক্ষিকা। তিনি এখন চাকরিহারা। রবিবার সকালে, ধর্মতলা Y চ্যানেলে খোলা আকাশের নীচে, রোদ্দুর মাথায় বসে থাকতে দেখা গেলো নার্গিসকে। চাকরি হারিয়ে এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই নার্গিস। কাঁপা কাঁপা গলায় নার্গিস জানান, অনেক কষ্টে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলাম।
এক নিমিশেই যেন সব শেষ হয়ে গেল।

আরও পড়ুন- চড়কসন্ন্যাসী হয়েছিল নবমশ্রেণির পড়ুয়া! গাজনের ‘ঝাঁপ’ থেকে হঠাৎই নীচে পড়ে গেল সে…উফ্…

মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে যেতে বলেছেন। কিন্তু তার পরেও রাস্তায় বসছেন কেন? প্রশ্ন শুনতেই নার্গিস বলেন, মুখমন্ত্রী ভলেন্টিয়া হিসেবে স্কুলে যেতে বলেছেন। ভলেন্টিয়ার হিসেবে যদি স্কুলে গিয়ে পড়াতেই হয়, তাহলে বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে স্কুলে গিয়ে পড়াতে যাব কেন! আমার বাড়ির কাছেই তো স্কুল আছে। তাহলে সেখানেই পড়াব।

নার্গিসের কথায়, বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা -মা, স্বামী-সন্তান, শ্বশুর-শাশুড়ি রয়েছেন। বাড়ির লোকজন সন্তান কে বলত, বড়ো হয়ে মায়ের মতো হতে হবে। কিন্তু এখন এই কথা আর বলতে পারছেন না নার্গিস। এখন আর চাকরি নেই। কিভাবেই বা সন্তান কে বলব, বড়ো হয়ে মায়ের মতো হবি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link