কলকাতা: আজ মুক্তি পেল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ‘ইমার্জেন্সি’ (Emergency)। তবে জানা যাচ্ছে, বিশেষ এই রাজ্যে মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’। এই রাজ্যের বাসিন্দারা দেখতে পাবেন না কঙ্গনা রানাউতের এই ছবি। কিন্তু কী সেই রাজ্য? কেনই না নেওয়া হল এই সিদ্ধান্ত? দেখে নেওয়া যাক।
জানা যাচ্ছে, পাঞ্জাবে মুক্তি পাবে না কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’। হলমালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে পাঞ্জাবের কোনও হলে দেখানো হবে না এই ছবি। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এই ছবিটির ওপর কোনও ব্যান লাগু করা হয়নি। এই ধরণের কিছু ঘোষণাও করা হয়নি। তবে হলমালিকেরাই সিদ্ধান্ত নিয়েছেন এই ছবি কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। কারণ হিসেবে জানা যাচ্ছে একাধিক কথা। মুক্তির আগেই এই ছবিটি বিক্ষোভের মুখে পড়েছিল কারণ অভিযোগ করা হয়েছিল, এই ছবিতে শিখদের অপমান করা হয়েছে। বৃহস্পতিবার Shiromani Gurdwara Parbandhak Committee-র প্রধান Harjinder Singh Dhami ইতিমধ্যেই পাঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত মন (Bhagwant Mann) কে এই ছবিটি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে একটি চিঠি লিখেছেন।
সেই চিঠিতে লেখা হয়েছে, ‘Shiromani Gurdwara Parbandhak Committee ইতিমধ্যেই পাঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত মনের কাছে আবেদন করেছেন, এই ছবিটি পাঞ্জাব থেকে নিষিদ্ধ হওয়া উচিত কারণ এই ছবিতে শিখদের ছোট করে দেখানো হয়েছে। এই ছবিটি সম্পর্কে আগে জানতে পারলেও মুখ্যমন্ত্রী এই ছবিটা বন্ধ করার জন্য কোনও পদক্ষেপই গ্রহণ করেননি বলে তাঁরা হতাশ। তবে এই ছবিটি যদি পাঞ্জাবে মুক্তি পায়, তাহলে শিখদের মধ্যে চাঞ্চল্য তৈরি হবে।
প্রসঙ্গত, এর আগে এই ছবি নিয়ে চণ্ডীগড়ের জেলা আদালত নোটিস জারি করেছিল। আইনজীবীর দাবি ছিল, শিখ সম্প্রদায়ের নেতিবাচক ছবি তৈরির পাশাপাশি একাধিক মিথ্যা অভিযোগও আনা হয়েছে এই সম্প্রদায়ের বিরুদ্ধে। যার ফলস্বরূপ কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। সেই মামলার শুনানিও হয়েছিল। তবে অবশেষে মুক্তি পাচ্ছে এই ছবিটি। তবে গোটা দেশে মুক্তি পেলেও ব্রাত্য রয়ে যাবে পাঞ্জাব। সেখানের কোনও প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাচ্ছে না।
দীর্ঘ অপেক্ষার পর চলতি মাসের শুরুর দিকেই সিবিএফসির (CBFC) ছাড়পত্র পায় কঙ্গনা রানাওয়াতের ছবি ‘এমার্জেন্সি’। ছবির নির্মাতাদের কিছু দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কিছু দৃশ্যে বিধিবদ্ধ সতর্কীকরণ (disclaimer) দেওয়ার উপদেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Saif Ali Khan Health Update: কথা বলছেন, হাসছেন.. পুরোপুরি সুস্থ হতে কতটা সময় লাগতে পারে সেফ আলি খানের?
আরও দেখুন