জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পতঞ্জলি সম্প্রতি একটি বড় মাইলফলক অর্জন করেছে। রেনোগ্রিটের উপর করা গবেষণাটি, বিশ্বখ্যাত প্রকাশক নেচার পোর্টফোলিওর গবেষণা জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে ২০২৪ সালের শীর্ষ ১০০টি গবেষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
যোগীঋষি স্বামী রামদেব মহারাজের অনুপ্রেরণায় এবং প্রমাণ-ভিত্তিক আয়ুর্বেদিক চিকিৎসা গবেষণায় তৈরি হওয়া কিডনির ওষুধ রেনোগ্রিটের উপর হওয়া গবেষণা বিশ্বখ্যাত প্রকাশক ‘নেচার পোর্টফোলিও’-এর গবেষণা জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ ২০২৪ সালের শীর্ষ ১০০টি গবেষণার তালিকার মধ্যে স্থান পেয়েছে।
আরও পড়ুন:Patanjali Mega Food and Herbal Park: ৭০০ কোটির বিনিয়োগ, ১৫০০ কোটি সম্প্রসারণের পরিকল্পনা পতঞ্জলির…
বিজ্ঞানীদের কাছে কৌতূহলের বিষয়
‘সায়েন্টিফিক রিপোর্টস’-এর প্রভাব ফ্যাক্টর ৩.৮ এবং এটি বিশ্বের পঞ্চম সর্বাধিক বড় জার্নাল। রেনোগ্রিটের এই গবেষণাপত্রটি ২৫৬৮ জন ডাউনলোড করেছেন। আয়ুর্বেদিক ওষুধগুলি কেবল রোগ নিরাময়ে সফল হচ্ছে তা না, বরং বিজ্ঞানীদের কাছে এটিও কৌতূহলের বিষয় যে কীভাবে ভেষজ থেকে তৈরি একটি ওষুধ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সবচেয়ে বড় রোগও নিরাময় করতে সক্ষম।
কিডনির জন্য উপকারী
পতঞ্জলির তৈরি একটি আয়ুর্বেদিক ওষুধ রেনোগ্রিট, অ্যালোপ্যাথিক ক্যানসারের ওষুধ সিসপ্ল্যাটিনের কারণে কিডনির ক্ষতি কেবল নিরাময় করে না, বরং কিডনি কোষের উপর অক্সিডেটিভ স্ট্রেসকেও বিপরীত করে।
আরও পড়ুন: Patanjali Mega Food and Herbal Park: পতঞ্জলি মেগা ফুড অ্যান্ড হারবাল পার্কের হাত ধরে নাগপুরে বাড়বে কৃষকদের আয়…
আচার্য বালকৃষ্ণ কী বলেছিলেন?
এই উপলক্ষে আচার্য বালকৃষ্ণ বলেন যে রেনোগ্রিটের এই সাফল্য বিশ্বব্যাপী আয়ুর্বেদের বৈজ্ঞানিক সত্যতা স্বীকৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক প্রযুক্তির মাপকাঠিতে যখন চিরন্তন বিজ্ঞান পরীক্ষা করা হয়, তখন কীভাবে অভূতপূর্ব ফলাফল অর্জিত হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)