NOW READING:
TCS | TATA: রতন টাটা নন, ১২.৯২ লাখ কোটির TCS তৈরি করেছিলেন এই পাকিস্তানি…
March 25, 2025

TCS | TATA: রতন টাটা নন, ১২.৯২ লাখ কোটির TCS তৈরি করেছিলেন এই পাকিস্তানি…

TCS | TATA: রতন টাটা নন, ১২.৯২ লাখ কোটির TCS তৈরি করেছিলেন এই পাকিস্তানি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে টাটার আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএসের বাজারমূল্য ১২.৯২ লাখ কোটি টাকা। অনেক সময়ই টাটার এই আইটি কোম্পানির সঙ্গে জুড়ে দেওয়া হয় কোম্পানির চেয়ারম্যান রতন টাটার নাম। কিন্তু বাস্তব হল টিসিএসের পেছনে রতন টাটার ভূমিকা ছিল না বরং ওই আইটি উইং তৈরি করেছিলেন এক পাকিস্তানি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার। তাঁকেই বলা হয় ভারতের আইটির জনক।

টিসিএসের পেছনে মূল যে ব্যক্তির হাত ছিল ছিল তাঁর নাম ফরিক চাঁদ কোহলি বা এফ সি কোহলি।  ১৯২৪ সালে কোহলি জন্মেছিলেন পাকিস্তানের পেশোয়ারে। তিনি ছিলেন টিসিএসের প্রথম সিইও। ভারতের আইটি ক্ষেত্রে কোহলির বিশাল ভূমিকা ছিল।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি,  অ্যাপ্লায়েড ম্যাথস, ফিজিক্সে ডিগ্রি অর্জন করেন কোহলি। এরপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারি পড়তে কানাডা চলে যান। সেখানে পড়া শেষ করে আমেরিকার এমআইটি থেকে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন-জোর করে বিয়ে! ২ সপ্তাহেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর যা হাল করল, শিউরে উঠতে হয়…

১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন কোহলি। যোগ দেন টাকা ইলেকট্রিক কোম্পানিতে। কোম্পানিতে বেশ সুনামের সঙ্গে কাজ করেন। ১৯৬৮ সালে জে আর ডি টাটার নেতৃত্বে তৈরি করেন টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। কোহলি হয়ে ওঠেন কোম্পানির কো ফাউন্ডার। ক্রমে টিসিএস হয়ে ওঠে ভারতের অন্যতম বড় আইটি কোম্পানি।

আরও পড়ুন-রাতের লোকালের মহিলা কামরায় ভয়ংকর কাণ্ড, সম্ভ্রম বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর…

টিসিএস ছাড়াও আরও অন্য সংস্থার সঙ্গে জড়িয়ে ছিলেন এফ সি কোহলি। একসময় ন্যাসকমের প্রেসিডেন্ট হয়েছিলেন। অবসর নেওয়ার পরও টাটা গ্রুপের সঙ্গে জড়িয়ে ছিলেন।  দেশের আইটি শিল্পে অবদানের জন্য ২০০২ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে কেন্দ্র।

 





Source link