# Tags
#Blog

Amitabh Bachchan: বিগ বি’র কাজ নিয়ে অনেক অজানা কথার হদিশ দিলেন এই পরিচালক…

Amitabh Bachchan: বিগ বি’র কাজ নিয়ে অনেক অজানা কথার হদিশ দিলেন এই পরিচালক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) ভক্তদের খুবই চিন্তিত হতে দেখা যায় যখন অমিতাভ বচ্চন তার ব্লগে মাঝ রাতে বা ভোরবেলায় কোনও কিছু পোস্ট করেন। পরিচালক অপূর্ভ লাখিয়া, যিনি বিগ বি(Amitabh Bachchan)-এর সঙ্গে ‘এক আজনাবী ছবিতে’ কাজ করেছিলেন, তিনি শেয়ার করেছেন, বিগ বি অনিদ্রার রোগী। তিনি আরও বলেন, বিগ বি সেটে দীর্ঘ দিন কাজ করার পরও ক্লান্ত হতেন না। এবং তিনি কাজ শেষে সবসময় পরের কাজের পরিকল্পনা করতেন। এর পাশাপাশি বিগ বি   নানারকম সাংস্কৃতির অভিজ্ঞতা সঞ্চয় করতে আগ্রহী ছিলেন। 

আরও পড়ুন: Marvel Universe: মার্ভেল মহাবিশ্বে মেগাচমক! এবার ‘অ্যাভেঞ্জার’ এই খান, জানালেন ‘ক্যাপ্টেন আমেরিকা’

তিনি ফ্রাইডে টকিজের সঙ্গে শেয়ার করেন একদিন, বচ্চন তাকে ব্যাংকক ঘুরে দেখাতে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, এটা প্যাটপং, এখানে লাইভ শো আছে, যদি আমি আপনাকে নিয়ে যাই, তাহলে দাঙ্গা হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। তবুও বিগ বি বললেন, ‘না, আমরা যাব’। তারপর তারা প্যাটপং-এ শো-এর দিকে রওনা হন। অপূর্ভ বলেন, অভিনেতা অর্জুন রামপাল , বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান এবং প্রযোজক বান্টি ওয়ালিয়া তাদের সঙ্গে ব্যাংককের প্যাটপং গিয়েছিলেন। অমিত জি ওইদিন থাই ধুতির মতো পোশাক পরেছিলেন, এবং একটি শার্ট পরেছিলেন।

আরও পড়ুন: Kabir Suman: যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মান, তো! ৭৫-এও সৌমীর জন্য ফের প্রেমের স্বরলিপি লিখছেন সুমন…

 তারপর তিনি আর বিগ বি প্যাটপং-এর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গন্তব্য স্থলে যান। অমিত জি কখনও এমন কোনও শো দেখেননি। তিনি এমনভাবে হাঁটছিলেন যেন তিনি জুহুতে আছেন। অপূর্ভ বলেন, শো-এর পরে অমিতাভ বচ্চন বলেছিলেন, এই শো টি খুবই ভালো ছিল। তারপর তারা ভোর আড়াইটা-তিনটের সময় ফিরে আসেন। অপূর্ভ আরও স্মৃতিচারন করে বলেন, বিগ বি পুরো ক্রুদের জন্য সিনেমা দেখারও ব্যবস্থা করতেন। তিনি বলতেন, ‘চলো একটা সিনেমা ভাড়া করি, আমি যশকে (চোপড়া) ফোন করে বান্টি অর বাবলি পাঠাতে বলব।’ তিনি যশ চোপড়াকে ফোন করতেন, বান্টি অর বাবলির রিল আসত এবং পুরো ইউনিট বান্টি অর বাবলি দেখতে যেত।

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal