No.1 Test Batter: টেস্টে এখন বিশ্বের ১ নম্বর কে? চমকে দেবেন তৃতীয়জন ! প্রথম পাঁচে নেই একজনও ভারতীয়

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:7 Minute, 25 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাল বলের ক্রিকেটে এখন বিশ্বের ১ নম্বর ব্য়াটার (No.1 Test Batter In ICC Rankings) ? প্রশ্নের উত্তরে আপনি যদি নিউজিল্য়ান্ডের তারকা কেন উইলিয়ামসনের (Kane Williamson) নাম বলেন, তাহলে আপনার উত্তর একেবারে ভুল হবে। বুধ দুপুরে প্রকাশিত ক্রমতালিকা বলছে যে, উইলিয়ামসনকে সিংহাসনচ্যুত করে সেখানে বসেছেন ইংল্য়ান্ড স্টার জো রুট (Joe Root)। এখন তিনিই টেস্টের এক নম্বর ব্য়াটার। 

আরও পড়ুন: মাত্র ২৫ বছরেই ৬০০ উইকেট! ইতিহাস আফগান নক্ষত্রের, তালিকায় কি আর কেউ আছেন?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ইনিংস মিলিয়ে ২৯১ রান করেছেন রুট। রয়েছে একটি সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি। এরপরেই রুটের ব়্য়াঙ্কিংয়ে দেখা দিল বিরাট পরিবর্তন। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধেই প্রাক্তন ইংরেজ অধিনায়ক টেস্ট ক্রিকেটে ১২ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন। পাশাপাশি ৩২ তম টেস্ট শতরান করে উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও কিংবদন্তি অজি অধিনায়ক স্টিভ ওয়াকে স্পর্শ করেছেন।
 
২০১৫ সালে প্রথমবার রুট বিশ্বের এক নম্বর টেস্ট ব্য়াটার হয়েছিলেন। তারপর আবার ফিরে পেলেন হারানো সিংহাসন। ৮৭২ পয়েন্ট নিয়ে একে রুট। দুয়ে উইলিয়ামসন, তাঁর ঝুলিতে ৮৫৯ পয়েন্ট। প্রথম পাঁচে একজনও ভারতীয় নেই। তিনে আছেন বাবর আজম (৭৬৮ পয়েন্ট)। চারে নিউ জিল্য়ান্ডের ড্য়ারেল মিচেল (৭৬৮ পয়েন্ট)। পাঁচে অস্ট্রেলিয়ার স্মিথ (৭৫৭ পয়েন্ট)। একধাপ উঠে ছয়ে এসেছেন রোহিত শর্মা। আটে যশস্বী জয়সওয়াল। দশে বিরাট কোহলি।

আরও পড়ুন: ‘এটা ব্লাউজ…!’ নিম্নমানের হতশ্রী পোশাক প্যারিসে, অস্বস্তিতে জ্বালার বিস্ফোরণ

এই মুহূর্তে ভারত রয়েছে শ্রীলঙ্কায়। তবে দেশে ফিরেই ঠাসা সূচি। প্রথমে ভারত পদ্মাাপারের দেশকে আমন্ত্রণ জানাচ্ছে জোড়া টেস্ট ও তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলার জন্য়। সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ ফিরে গেলে আসছে কিউয়িরা। খেলা অক্টোবর-নভেম্বর জুড়ে। তিন টেস্ট খেলবে ভারত-নিউ জিল্য়ান্ড। আগামী বছরের প্রথম মাসেই আসছেন ব্রিটিশরা। রোহিত শর্মাদের সঙ্গে তাঁরা পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে। খেলা চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি উইন্ডো জুড়ে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *