পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও? ডেট করছেন নাকি জনপ্রিয় সিরিয়ালের দুই তারকা?
দুজনেই সিরিয়ালের অভিনেতা। গল্পসূত্রে দুজনে স্বামী-স্ত্রী। কথা এবং এভির জুটির পাশাপাশি নীলাদ্রি এবং প্রিয়ার জুটিকেও দর্শকরা বেশ পছন্দ করেন। তবে সিরিয়ালের পর্দায় দুজনের মধ্যে মিল নেই তেমন। কিন্তু রিলে না থাকুক, রিয়েলে নাকি এই দুজনের মধ্যে সম্পর্ক দারুণ। কিন্তু শোনা যাচ্ছে কুছ কুছ হোতা হ্যায়…সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু ছবি দেখে দুয়ে দুয়ে চার করছেন নেট নাগরিকরা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কথা সিরিয়ালে কথার দাদা নীলাদ্রির ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা সৌরভ চ্যাটার্জী যে কিনা পেশায় একজন সরকারি চাকরিজীবী। তাঁর স্ত্রী প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া মালাকার। সিরিয়ালে অবশ্য নীলাদ্রি এবং প্রিয়ার মধ্যে একটুও প্রেম নেই। বরং বিয়ের পর স্বামীকে সহ্য করতে পারত না প্রিয়া। এখনও দুজনের মধ্যে রোম্যান্স দেখানো হয়নি গল্পে। তবে সেই অভাব সোশ্যাল মিডিয়াতে পূরণ করে দিলেন এই দুই তারকা। রোমান্টিক মুহূর্ত শেয়ার করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- চিৎপুর কাণ্ডে নয়া মোড়! এগারোর নাবালিকার লেখা চাঞ্চল্যকর নোটে ….
একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে এই জল্পনা। সৌরভের সঙ্গে বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তাতে শাহরুখ খানের রাবনে বানা দি জোড়ি সিনেমার টাইটেল ট্রাকের কথা ধার করে ক্যাপশন লেখেন ‘তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু’। এই পোস্টের কমেন্টে অনেকেই অনেক রকম প্রশ্ন করতে শুরু করেন।
আরও পড়ুন- CCTV নেই, সিকিয়োরিটি গার্ড নেই! এই বিশাল দোকানের পাহারায় বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ…
অবশেষে জল্পনার অবসান করলেন সৌরভ নিজেই। যে ছবি নিয়ে এত কথা হচ্ছে সেটা একটি অনুষ্ঠানের ছবি। পর্দার সমস্ত জুটি সেখানে যোগ দিয়েছিলেন। তাঁরাও যোগ দিয়েছি। সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই ছবি। ‘সেটে এবং সেটের বাইরে আমি আর অলিভিয়া ভালো বন্ধু। বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে আর কিছু নেই’–জানান সৌরভ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)