জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ফিনিশার এমএস ধোনি (MS Dhoni), এমন এক নাম, যাঁর পরিচয় করে দেওয়ার কোনও প্রয়োজন নেই। বছরের পর বছর ধোনি, টিম ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে অনেক সফল রান তাড়ার ইতিহাস লিখেছেন। বিগত কয়েক বছরে ধোনির ভূমিকা সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে। ধোনি খুব কমই ৭ নম্বরের উপরে ব্যাট করতে নেমেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে, তিনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, যা গোটা কেরিয়ারে কখনও করেননি!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
গত রবিবার, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনি ১১ বলে ১৬ রান করেছিলেন বটে, কিন্তু সুপার কিংসের হয়ে বৈতরণী পার করতে পারেননি! রুতুরাজ গায়কোয়াড়রা ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রিয়ান পরাগদের। রাজস্থান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল ১৮২ রান। চেন্নাইয়ের জয়ের জন্য শেষ ৬ বলে প্রয়োজন ছিল ২০ রান। রবীন্দ্র জাদেজা (৩১) ও এমএস ধোনি (১৬) ছিলেন ক্রিজে, হাতে ছিল ৫ উইকেট। সন্দীপ শর্মাকে শেষ ওভারের গুরুদায়িত্ব তুলে দিয়েছিলেন রিয়ান। সন্দীপের প্রথম বলটি ছিল লো ফুলটস। ধোনি হাঁকিয়ে ছিলেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। সেখানে মোতায়েন ছিলেন শিমরন হেটমায়ার। তিনি দুরন্ত ক্য়াচে ফেরান ধোনিকে।
Updated numbers:
March 30, 2025
চেন্নাই ৬ রানে হেরে যায়। একসময় খেলার সেরা ফিনিশার ধোনি আর আগের ছন্দে নেই। আইপিএল ২০২৩ মরশুম শেষ হওয়ার পর থেকেই, ধোনি জয়ের চেয়ে ম্যাচ হারে সিএসকে-র পক্ষে বেশি অবদান রেখেছেন। পরিসংখ্যান এমনটাই বলছে। পরিসংখ্যান বলছে যে, সিএসকে-র সাফল্যে ধোনির অবদান খুব একটা কিছু নয়, অন্তত ব্যাটার হিসেবে। রয়্যালসের বিরুদ্ধে হারের পর সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির ব্যাখ্যায় বলেছেন যে থালা বর্তমানে একজন নেতা এবং উইকেটরক্ষক হিসেবে দলের কাছে সবচেয়ে মূল্যবান।
২০২৩ সাল থেকে আইপিএলে তাড়া করার সময় এমএস ধোনি:
জয়ী ম্যাচে – ৩ ইনিংস, ৩ রান, ৯ বল, ০ ছক্কা, ০ চার
পরাজিত ম্যাচে – ৬ ইনিংস, ১৬৬ রান, ৮৪ বল, ১৩ চার, ১৩ ছক্কা
২০২৩ সালে ধোনি, আইপিএল জেতার পরে হাসপাতালে ছুটেছিলেন। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য মাইক্রোসার্জারি করান! পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে এখন আইপিএল।
আরও পড়ুন: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?
আরও পড়ুন: পুরুষত্বহীনতায় ভুগছিলেন ওয়ার্ন? ঘরে ‘কামাগ্রা’র বোতল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)