জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল (ISL 2024-25) সেমিফাইনালের, প্রথম পর্বে জামশেদপুর এফসি-র কাছে হেরেও, দ্বিতীয় পর্বে মোহনবাগান ২-০ ব্যবধানে হারিয়েছে টাটানগরীকে। দুই পর্ব মিলিয়ে মোহনবাগান ৩-২ ব্যবধানে জামশেদপুরকে হারিয়ে টানা তিনবার আইএসএল ফাইনালে (ISL 2024-25 Final)।
গত সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে, আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে এনেছে মেরিনার্স। শনিবার খেতাবি লড়াইয়ে শুভাশিস বসুদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। যুবভারতীতে মহাসংগ্রামের অপেক্ষায় দিন গুনছে সমর্থকরা।
আরও পড়ুন: ফাইনালে এক্স-ফ্যাক্টর তাঁরা, এই ৫ মহানক্ষত্রের দিকে থাকবে নজর, চিনিয়ে দিল আইএসএল-ই
২০২৩ সালের পর ফের একবার মোহনবাগানের সামনে আইএসএল কাপ জেতার হাতছানি। মুম্বই সিটি এফসি-র পর দ্বিতীয় ক্লাব হিসেবে একই মরসুমে লিগ শিল্ড ও কাপ জেতার ইতিহাসের সামনে হোসে মোলিনার টিম। ওদিকে জেরার্ড জারাগোজা চাইবেন ছ’বছর পর বেঙ্গালুরুকে আইএসএল জেতাতে। ফাইনালের পরেই তুলে দেওয়া হবে গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। থাকবে গোল্ডেন বলও।
গোটা মরসুমে সর্বাধিক গোল করবেন যিনি, তাঁর হাতেই উঠবে সোনার বুট। আর এবার সেই পুরস্কার জিততে চলছেন নর্থ-ইস্ট ইউনাইটেডের সেন্টার ফরোয়ার্ড আলাদিন আজারি। ৩২ বছরের মরক্কোন গোলমেশিন যা করেছেন, তা লিগের ১১ বছরের ইতিহাসে কেউ কখনও করতে পারেননি। ২৫ ম্যাচে করেছেন ২৩ গোল! যা ‘অবিশ্বাস্য’ বললেও কম। ফেরান করোমিনাস (এফসি গোয়া) এবং বার্থোলোমিউ ওগবেচে (হায়দরাবাদ এফসি) যথাক্রমে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে ১৮ গোল করেছিলেন। সবাইকে ছাপিয়ে সর্বকালীন রেকর্ড করেছেন আলাদিন।
আইএসএলে এবার সেরা ৫ গোলদাতাদের তালিকায় আলাদিনের পর দুয়ে রয়েছেন বেঙ্গালুরুর সুনীল ছেত্রী (২৭ ম্যাচে ১৪ গোল)। তিনে কেরালা ব্লাস্টার্সের জিসাস জিমেনেজ নুনেজ (১৮ ম্যাচে ১১ গোল), চারে মোহনবাগানের জেমি ম্যাকলারেন (২৪ ম্যাচে ১১ গোল) ও পাঁচে পঞ্জাব এফসি-র লুকা মাকেন (২০ ম্যাচে ১০ গোল)। ঘটনাচক্রে সুনীল এবং জেমি ছাড়া তালিকায় আর একজনেরও এই মরসুমে আর একটি গোল করারও সম্ভাবনা নেই। কারণ তাঁদের টিমের এবারের মতো আইএসএল অভিযান শেষ। তবে আলাদিনকে টপকাতে গেলে সুনীলকে ফাইনালে করতে হবে ১০ গোল! আর ওদিকে জেমির ক্ষেত্রে তা দাঁড়াবে ১৩ গোল। কারোর পক্ষেই এই টার্গেট পূরণ করা সম্ভব নয়। সুতরাং হাসতে হাসতে আলাদিনই নিয়ে যাবেন সোনার বুট।
এবার আসা যাক গোল্ডেন গ্লাভস ওরফে সোনার দস্তানার প্রসঙ্গে। এক মরসুমে সর্বাধিক ক্লিন শিট (ম্যাচে দলের কোনও গোল হজম না করার যে কৃতিত্ব দেওয়া হয় গোলকিপারকেই), যে গোলকিপারের থাকে, তাঁকেই আইএসএল দেয় এই বিশেষ পুরস্কার। এবার মোহনবাগানের বাজপাখি বিশাল কাইথের থেকে কেউ কাড়তে পারবেন না সেই পুরস্কার। অতন্দ্র প্রহরী বিশালের বিশ্বস্ত দস্তানায় মোহনবাগান ২৫ ম্যাচের ভিতর ১৫ ম্যাচে কোনও গোল হজম করেনি। লিগের আর একজন গোলকিপারেরও ক্লিনশিটের সংখ্যা দুই ডিজিটের নয়! ফলে আলাদিন ও বিশালের ব্য়ক্তিগত পুরস্কার নিশ্চিত, তা বলাই চলে।
আরও পড়ুন: কেন এই শহরই পেল মহারণের গুরুদায়িত্ব! কোন নিয়মে বাছা হল ফাইনালের ভেন্যু?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)