অর্কদীপ্ত মুখোপাধ্যায়: আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (KKR vs RCB IPL 2025)। আর তার মাঝেই চলে এল বিরাট আপডেট।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
রাহানেরা আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলবেন ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে। কেকেআরের তৃতীয় ম্যাচ ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়াদের ঘরের মাঠে। এরপর ৩ এবং ৬ এপ্রিল পরপর ঘরের মাঠে কেকেআরের খেলা সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
ঘরের মাঠে কেকেআরের চলতি মরসুমের তৃতীয় ম্যাচ নিয়েই এখন তৈরি হয়েছে সংশয়! ৬ এপ্রিল রয়েছে রামনবমী। রাজনৈতিক এবং অরাজনৈতিক মিলিয়ে একাধিক অনুষ্ঠান রয়েছে। বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় শোভাযাত্রাও হবে। এখন প্রশ্ন ওদিন কি ইডেনে পুলিস আদৌ নিরাপত্তা দিতে পারবে?
শনিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল কলকাতায়। বোর্ড সূত্রের খবর, ৬ এপ্রিলের ম্যাচ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কলকাতা পুলিস আর সিএবির সঙ্গে যোগাযোগে রয়েছে বোর্ড।
এই মুহূর্তে দু’টি সম্ভাবনার কথা উঠে আসছে। হয় ম্যাচের সূচি পরিবর্তন কিংবা ভেন্যু পরিবর্তন। কলকাতা পুলিশ সবুজ সংকেত দিলেই নির্ধারিত তারিখেই ইডেনে কলকাতা-লখনউ ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সূচি পরিবর্তন সম্ভব না হলে সেক্ষেত্রে ম্যাচ সরতে পারে কলকাতা থেকে। বলা যেতে পারে রামনবমীতে ইডেনে ম্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কলকাতা-আরসিবি ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কেকেআর-এলএসজি ম্যাচের প্রসঙ্গে চার শব্দে উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘দ্যাখো না কী হয়’…
গতবছরও কিন্তু রাম নবমীর দিন আইপিএলের ম্যাচ পড়েছিল কলকাতায়। নিরাপত্তা জনিত কারণেই সেই ম্যাচের দিন পরিবর্তন হয়েছিল।
এবার দেখার কী হয়!
আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনেই এল বিরাট খবর, পুজোর পরেই ক্রিকেটের নন্দনকাননে টেস্ট! ১২ বছর পর…
আরও পড়ুন: আইপিএল শুরুর দু’দিন আগে বিরাট আপডেট! ২ নিয়মের বদলে ১০ দলে কী মারাত্মক প্রভাব পড়বে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)