# Tags
#Blog

World’s 10 Biggest Hospital: বিশ্বের বৃহত্তম ১০ হাসপাতাল: তালিকায় যুদ্ধধ্বস্ত সার্বিয়া-রিক্ত শ্রীলঙ্কা! নেই ভারত!…

World’s 10 Biggest Hospital: বিশ্বের বৃহত্তম ১০ হাসপাতাল: তালিকায় যুদ্ধধ্বস্ত সার্বিয়া-রিক্ত শ্রীলঙ্কা! নেই ভারত!…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত সবসময়ই নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরতে চায়। প্রযুক্তি, মহাকাশ অভিযান, বৃহৎ অবকাঠামো—সবকিছুতেই ভারত নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যখন সাধারণ মানুষের ন্যূনতম চাহিদার প্রশ্ন ওঠে—খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্যসেবা—তখন এই উন্নয়নের আসল রূপটা স্পষ্ট হয়ে যায়। বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালগুলোর তালিকায় ভারতের নাম নেই, যা নিঃসন্দেহে একটি লজ্জাজনক বাস্তবতা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মেরেই ফেলব ঔরঙ্গজেবকে!’ ‘ছাওয়া’র ক্লাইম্যাক্সে সটান স্টেজে উঠে পর্দা ফাটালেন ‘দেশপ্রেমী’…
সম্প্রতি ওয়ার্ল্ডঅ্যাটলাস বিশ্বের ১০টি সবচেয়ে বড় হাসপাতালের তালিকা প্রকাশ করেছে। যেখানে চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মিসর এমনকি সার্বিয়ার হাসপাতাল স্থান পেয়েছে, অথচ ভারত নেই! স্বাস্থ্যব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি উন্নয়নশীল দেশ হিসেবে ভারতের এই অনুপস্থিতি প্রশ্ন তোলে—আসলেই কি ভারতের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য যথেষ্ট?

এই তালিকার শীর্ষস্থান দখল করেছে চীনের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেংঝৌ ইউনিভার্সিটি, যেখানে ৭,০০০ বেড রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে চীনেরই ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার, যেখানে ৪,৩০০ বেড। এরপর ফিলিপাইনের ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ, তাইওয়ানের লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতাল, তুরস্কের আঙ্কারা বিলকেন্ত সিটি হাসপাতাল এবং শ্রীলঙ্কার ন্যাশনাল হসপিটাল অব শ্রীলঙ্কা তালিকায় জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: মোটা শিকলে বাঁধা হাত-পা! কীভাবে পাঠানো হয় অবৈধবাসীদের? ভিডিয়ো পোস্ট হোয়াইট হাউসের…
ভারতের একমাত্র কোছিকড়ের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এই তালিকার দশম স্থানে রয়েছে, যা ভারতের জন্য আরও লজ্জার বিষয়। বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও কেন ভারতের স্বাস্থ্যব্যবস্থা এত পিছিয়ে? সরকারি হাসপাতালে ডাক্তার-নার্সের অভাব, পরিকাঠামোর সংকট, বিশৃঙ্খল ব্যবস্থাপনা এবং অতিরিক্ত রোগীর চাপ—সবকিছু মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবা ভেঙে পড়ছে। সাধারণ মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হচ্ছেন, যেখানে চিকিৎসার খরচ এতটাই বেশি যে গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে।

স্বাস্থ্যব্যবস্থায় পিছিয়ে থাকাটা ভারতের উন্নয়নের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট বলে মনে করছেন অনেকেই। চাঁদে অভিযান, হাই-স্পিড ট্রেন বা বুলেট ট্রেনের পরিকল্পনা যতই থাকুক, যদি দেশের সাধারণ মানুষ বিনামূল্যে বা কম খরচে ভালো চিকিৎসা না পান, তাহলে সেই উন্নয়ন কাদের জন্য? ভারতবর্ষ যদি সত্যিই নিজেকে উন্নত দেশ হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে প্রথমেই স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বড় হাসপাতাল তৈরি করাই শুধু সমাধান নয়, বরং স্বাস্থ্যসেবা যেন দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ হয়, সেটাই নিশ্চিত করতে হবে। না হলে, উন্নয়নের গল্প কেবল কাগজেই থাকবে, বাস্তবে তার ছিটেফোঁটাও থাকবে না।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal