# Tags
#Blog

Jeet Adani-Diva Shah Wedding: আজ আদানিপুত্রের বিয়ে, জানেন অতিথিদের কী দিচ্ছেন গৌতম? নেপথ্যে ৪০০ কারিগর!

Jeet Adani-Diva Shah Wedding: আজ আদানিপুত্রের বিয়ে, জানেন অতিথিদের কী দিচ্ছেন গৌতম? নেপথ্যে ৪০০ কারিগর!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিত্‍ আদানি ও দিভা সাহার বিয়ে ফেব্রুয়ারির ৭ তারিখ আহেমদাবাদে অনুষ্ঠিত হবে। গৌতম আদানির ছোট ছেলে জিত্‍ আদানি। এদিন তার বাগদত্তা দিভা শাহকে বিয়ে করবেন। তাদের বিয়ে নিয়ে মানুষের মনে উত্তেজনার সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান জল্পনা উঠে এসেছে। গৌতম আদানি হল ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ধনী ব্য়ক্তি। গত মাসেই জিত্‍- এর বিয়ে সম্পর্কে মিডিয়ার সামনে প্রকাশ করেন। তিনি জানান তাদের বিয়েটা সম্পূর্ণ সাধারণভাবে ঐতিহ্যবাহি রীতিমতে করা হবে। 

আরও পড়ুন: Tamilnadu: স্কুল ছাত্রীকে ৩ ‘বর্বর’ শিক্ষকের পালাক্রমে ধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনা তামিলনাড়ুতে…

 আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর ছোট ছেলের বিবাহের আগের অনুষ্ঠানগুলি আহেমদাবাদের শান্তিপুরে অনুষ্ঠিত হয়েছিল। ৫ ফেব্রুয়ারি দিভা শাহের মেহেন্দি লাগিয়েছিলেন বেশ জনপ্রিয় মেহেন্দি শিল্পী সোনা মিস্ত্রি। তাদের বিয়ে আহেমদাবাদের আদানি টাউনশিপ শান্তিগ্রামে হবে। দুটি জায়গারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। বিয়ের দিনে তাদের গেস্ট লিস্টে  রাখা হয়েছে, শুধুমাত্র তাদের সবথেকে কাছের বন্ধুদের এবং তাদের দুই পরিবারকেও। বিয়ের আগের অনুষ্ঠানে তাদের ফোটোগ্রাফার হিসেবে শান্তিভানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা এবং সমাজপতি পিঙ্কি রেড্ডি। 

আরও পড়ুন: Pariksha Pe Charcha 2025: মোদীর ‘পরীক্ষা পে চর্চা’-তে চাঁদের হাট! থাকছেন পাদুকন থেকে সদগুরু সকলেই…

জিত্‍ আদানি এবং দিভা সাহার বিয়ের দিন উপস্থিত থাকবেন অনেকগুলো এনজিওর প্রতিনিধি এবং কারিগরাও। এনজিও ফ্যামিলি অফ ডিসএবলড বিবাহের জন্য রঙ করা কাঁচের পাত্র, প্লেট এবং আনুষাঙ্গিক তৈরি করেছে। পাশাপাশি জানা যাচ্ছে, একটি সূত্র এও অস্বীকার করেছে যে শঙ্কর মহাদেবন বিয়েতে পারফর্ম করবেন। জিৎ আদানি এবং দিভা শাহের বিয়েতে উপস্থিত অতিথিরা  ৪০০ টি কারিগর দ্বারা হাতে বোনা পৈঠানি শাড়ি পাবেন। নাসিক থেকে জগদীশ জি শঙ্করী পৈথানি শাড়িগুলি অতিথিদের উপহার হিসাবে দেওয়া হবে। এক একটি পৈঠানি শাড়ির মূল্য লক্ষাধিক টাকার উপর। সুতরাং বলাবাহুল্য আদানির অতিথি আপ্যায়ন চমকে দেওয়ার মতোন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

WATCH | Sachin Tendulkar And Glenn McGrath: ‘চোখ দেখাও’… ফের চর্চায় অ্যাডিলেডের আউট, বিমানে ধুন্ধুমার সচিন-ম্যাকগ্রার‌!

WATCH | Sachin Tendulkar And Glenn McGrath:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal