# Tags
#Blog

Narendra Modi: ‘গোধরার সত্য ঠিক বেরিয়ে আসবে…’, বিক্রান্তের প্রশংসায় পঞ্চমুখ মোদী

Narendra Modi: ‘গোধরার সত্য ঠিক বেরিয়ে আসবে…’, বিক্রান্তের প্রশংসায় পঞ্চমুখ মোদী
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ নভেম্বর শুক্রবার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘দ্য সবরমতি রিপোর্ট’। বলিউডের এই ছবির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিনেমাটির গল্প ২০০২ সালের গোধরা কাণ্ডের উপর নির্ভর করে তৈরি হয়েছে। কিন্তু ছবির বিষয় নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। অনেকেই বলেছিলেন ছবিতে দেখানো তথ্য ভুল বা একপেশে। এই আবহেই ছবির প্রসংশা করলেন ক্ষোদ প্রধানমন্ত্রী নিজেই।

বর্তমানে প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে রয়েছেন। সিনেমা নিয়ে খুব কম নিজের মতামত রাখেন প্রধানমন্ত্রী। কিছু সময় আগে  ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশংসা করেছিলেন তিনি। রবিবার নেটপাড়ায় দ্য সবরমতি রিপোর্ট নিয়ে এক ব্যক্তির লেখা পোস্ট রিপোস্ট করে মোদী লেখেন, ‘ভালো বলেছেন। এটা খুব ভালো যে সত্য সামনে আসছে এবং এমনভাবে যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। একটি ভুয়ো আখ্যান সীমিত সময়ের জন্য টিকে থাকে। অবশেষে সত্য বেরিয়েই আসবে।’ 

২০০২ সালের গোধরাকাণ্ড নিয়ে The Sabarmati Report ছবিটি তৈরি করেছেন পরিচালক ধীরজ সরনা। যদিও ছবিতে আদৌ কতটা সত্য দেখানো হয়েছে, সেই বিষয়েও থাকছে প্রশ্ন। ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার পর ১.৫ কোটির টাকার ব্যবসা করে ছবিটি। শনিবার এবং রবিবার কিছুটা বেড়েছে ব্যবসা। প্রধানমন্ত্রীর এই প্রসংসায় কতটা প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয়।    

আরও পড়ুন: Uma Dasgupta Passes Away: বৃষ্টিভিজে নয়, দুরারোগ্য অসুখেই প্রয়াত পথের পাঁচালির ‘দুর্গা’ উমা দাশগুপ্ত…

এই বছর ৬ সেপ্টেম্বর কঙ্গনা রানাওয়াত অভিনীত, পরিচালিত ‘এমারজেন্সি’ সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু Central Board of Film Certification-এর তরফ থেকে যে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়। সেটি পেতে পেতে রিলিজ ডেট পার হয়ে যায়। কারণ সিনেমাই অনেক বিতর্কিত দিক রয়েছে। এই সিনেমাই কঙ্গনা রানাওয়াত ইন্দিরা গান্ধীর রোল প্লে করবেন। অবশেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সেই সিনেমা।       

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal