NOW READING:
KillBill Society Poster Controversy: ‘অবসাদ’-বিতর্কের জেরে ‘অসংবেনশীল’ প্রচারে লাগাম, সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ বাঁচার জন্য…
March 27, 2025

KillBill Society Poster Controversy: ‘অবসাদ’-বিতর্কের জেরে ‘অসংবেনশীল’ প্রচারে লাগাম, সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ বাঁচার জন্য…

KillBill Society Poster Controversy: ‘অবসাদ’-বিতর্কের জেরে ‘অসংবেনশীল’ প্রচারে লাগাম, সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ বাঁচার জন্য…
Listen to this article


নবনীতা সরকার: সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’র বিতর্কিত পোস্টার অবশেষে সরিয়ে নেওয়া হল। সঙ্গে সেই অপ্রাসঙ্গিক ফোন নম্বরটি যা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, তা সরিয়ে সেখানে একটি স্বেচ্ছ্বাসেবী সংগঠনের ফোন নম্বর দেওয়া হয়েছে যারা যে কোনও ধরনের মানসিক বিপন্নতায় পাশে দাড়াঁতে পারে। 

২৬ মার্চ বুধবার সর্বপ্রথম জি় ২৪ ঘন্টা ডিজিটাল ব্রেক করেছিল এই অসংবেদনশীল পোস্টারের খবর। এরপরই প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে সিদ্ধান্ত নিয়ে ওই নম্বরের সঙ্গে একটি মানসিক স্বাস্থ্য সংগঠনের লিঙ্ক যোগ করা হয়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

কিছুদিন ধরেই ই.এম বাইপাস এবং শহরের আরও অন্যান্য জায়গায় একটি পোস্টার সকলের চোখে পড়েছে। ‘অসহায় লাগছে? হোয়াটসঅ্যাপ করুন।’ একটি ফোন নম্বর সেখানে দেওয়া রয়েছে এবং তার তলায় লেখা রয়েছে মৃত্যুঞ্জয় কর। অর্থাৎ আপনার অবসাদ লাগলে, অসহায় লাগলে, কোথাও যাওয়ার না থাকলে, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। মৃত্যুঞ্জয় কর নামে এক ব্যক্তি আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারে। 

সোশ্যাল মাধ্যমে এই পোস্টটারটিকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। জানা যায় এটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং এস ভি এফ প্রযোজিত নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’র পোস্টার এবং ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল। কিন্তু বিতর্ক এখানেই। অবসাদ, আত্মহননের পথ বেছে নেওয়া ব্যাক্তিকে সাহায্য করতে সত্যিই কি কেউ এগিয়ে আসছে? কিছু মানুষ ইতিমধ্যে অসহায় মুহূর্তে সেই নম্বরে ফোনও করেছেন। তখন তাদেরকে বলা হয়েছে এটি একটি সিনেমার পোস্টার মাত্র। কিন্তু এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে কেউ কি করে মজা করতে পারে?

জি় ২৪ ঘন্টা ডিজিটাল যোগাযোগ করেছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের  সঙ্গে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে কিছুই বলতে পারবেন না। এটি প্রযোজনা সংস্থার প্রচার-কৌশল মাত্র। তবে  জি় ২৪ ঘন্টা ডিজিটালের সঙ্গে কথা বলার পরই সমাজের মাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে তিনি এই বিতর্কে তাঁর নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

‘কিলবিল সোসাইটি’ আদ্যোপান্ত জীবনে ফেরার ছবি। ঠিক যেমন ‘হেমলক সোসাইটি’ ছিল। আ্যঞ্জেলিনা জোলির জীবন থেকে অনুপ্রাণিত হয়েই এই বেঁচে থাকার গল্প তিনি লিখেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link