NOW READING:
Patanjali Group: সংস্কৃতি এবং শাস্ত্রে লুকিয়ে দুরূহ রহস্য! পতঞ্জলির মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী…
March 22, 2025

Patanjali Group: সংস্কৃতি এবং শাস্ত্রে লুকিয়ে দুরূহ রহস্য! পতঞ্জলির মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী…

Patanjali Group: সংস্কৃতি এবং শাস্ত্রে লুকিয়ে দুরূহ রহস্য! পতঞ্জলির মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পতঞ্জলির ৬২ তম অখিল ভারতীয় শাস্ত্রোৎসব অনুষ্ঠানে পৌঁছালেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানেই তিনি জানান, সংস্কৃত এবং শাস্ত্রের মাধ্যমেই হবে ভারতের। সংস্কৃত কেবল ভাষা নয়, বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখতে সক্ষম। পাশাপাশি সংস্কৃত হচ্ছে তীর্থ এবং সংস্কৃতির গর্ব, জানান আচার্য বালকৃষ্ণ। ভারতীয় শাস্ত্র সৃষ্টির রহস্য জানার পথ জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। আমাদের শাস্ত্র কেবল গ্রন্থ নয়, বরং পুরো সৃষ্টির রহস্য জানার পথ। ভারতীয় শাস্ত্র এবং গ্রন্থগুলির মধ্যে এমন অসাধারণ সূত্র রয়েছে যা আধুনিক বিজ্ঞানেও প্রতিফলিত হয়। এই কথাগুলি বলেন উতরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, যিনি পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৬২ তম আখিল ভারতীয় শাস্ত্রোৎসবের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মূল ভিত্তি আমাদের প্রাচীন শাস্ত্র, যেখানে বিজ্ঞান, যোগ, চিকিৎসা, গণিত এবং দর্শনের অদ্বিতীয় রহস্য নিহিত রয়েছে। তিনি বলেন, ঋষি-মুনিদের গবেষণাগুলোকে শুধু ঐতিহ্য হিসেবে সংরক্ষণ না করে, বরং তা এগিয়ে নিয়ে যাওয়া এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে তা উন্নত করা প্রয়োজন। তিনি উদাহরণ দেন যে, যেমন আদ্বৈত বেদান্তের গূঢ় জ্ঞান সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তেমনি এই শাস্ত্রোৎসবের মাধ্যমে সংস্কৃত এবং শাস্ত্রের গূঢ় রহস্য সারা দেশ এবং বৈশ্বিক স্তরে ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, বেদ এবং শাস্ত্রকে বাস্তবিকভাবে উপস্থাপন করতে হবে যাতে আগামী প্রজন্মের মধ্যে এর প্রতি আগ্রহ এবং বিশ্বাস তৈরি হয়। সমাপনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ধামী বলেন যে, রাজ্য সরকার ভারতীয় সংস্কৃতি এবং জ্ঞান-পারম্পরিকাকে উৎসাহিত করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে, যাতে প্রাচীন ভারতীয় জ্ঞান-বিজ্ঞানকে বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। তিনি বলেন, যদি আমরা আমাদের প্রাচীন জ্ঞানকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করি, তবে তা সমগ্র মানবতার কল্যাণে হতে পারে।

এই উপলক্ষে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও যোগী স্বামী রামদেব বলেন, সংস্কৃত কেবল একটি ভাষা নয়, বরং এটি বিশ্বে যে কোনও ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সক্ষম। তিনি বলেন, সনাতন ধর্ম এবং ভারতীয় প্রাচীন শাস্ত্রে পৃথিবীর সমস্ত জ্ঞান-বিজ্ঞানের সমাহার রয়েছে। স্বামী রামদেব বলেন, আখিল ভারতীয় শাস্ত্রোৎসব হল সংস্কৃত এবং সংস্কৃতির মেলবন্ধন, এবং সকল মূল ভাষার উদ্ভব সংস্কৃত থেকেই হয়েছে, তাই আমাদের সকলের গর্ব হওয়া উচিত। তিনি সংস্কৃত ভাষার প্রচার এবং ভারতীয় জ্ঞান-পারম্পরাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্য বালকৃষ্ণ বলেন, সংস্কৃত হল তীর্থ এবং সংস্কৃতির গর্ব, এবং প্রাচীন ভারতীয় শাস্ত্রের গুরুত্ব জীবনের উন্নতির পথপ্রদর্শক। তিনি দেশের সমস্ত বিদ্বান, ছাত্র-ছাত্রী, গবেষক এবং সনাতন ধর্মের অনুসারীদের উৎসাহিত করেন যে, তারা বেদ এবং শাস্ত্রের গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অবিরত প্রচেষ্টা চালিয়ে যান।

শাস্ত্রোৎসবের সমাপনী অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী, উত্তরাখণ্ড, ড. রমেশ पोखরিয়াল ‘নিশঙ্ক’ বলেন, সংস্কৃত কোনও থকথকে ভাষা নয়, এটি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। তিনি বলেন, সংস্কৃত ভাষায় সমস্ত জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তি নিহিত রয়েছে। তিনি আরো বলেন, উত্তরাখণ্ডকে রাজভাষার মর্যাদা দেওয়া এবং সংস্কৃতের ক্ষেত্রেও উত্তরাখণ্ড রাজ্যের পতাকা পুরো পৃথিবীতে উড়ানো উচিত। এই উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শ্রীনিবাস বরখেড়ি সংস্কৃত, শাস্ত্র এবং ভারতীয় জ্ঞান-পারম্পরার ওপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

এই শাস্ত্রোৎসব প্রতিযোগিতায় দেশের ৩০টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে আসা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির সমন্বয় করেন ড. মধুকেশ্বর ভট্ট এবং মঞ্চ পরিচালনা করেন ড. পবন বৈশ্য। অনুষ্ঠানে উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী স্বামী যতি শ্বরানন্দ মহারাজ, গুজরাটের শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুকান্ত কুমার সেনাপতি, আসামের কুমারভাস্করবর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রহ্লাদ আর. যোশী, দিল্লির শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুরলী মনোহর পাঠক, পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সাধ্বী দেবপ্রিয়া, প্রো-উপাচার্য প্রফেসর ময়ঙ্ক কুমার আগরওয়াল, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, কর্মকর্তা এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট বিদ্বান ও গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]  

আরও পড়ুন:  দীর্ঘদিনের সমস্যার সমাধান কর্কটের, স্বাস্থ্যের যত্ন নিন বৃশ্চিক, পড়ুন রাশিফল

আরও পড়ুন: ঘুরতে গিয়ে ভুলেও এই ৭ হোটেলে রাত কাটাবেন না! রাতে আসে অশরীরীরা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link