NOW READING:
Thakurpukur Accident: ঠাকুরপুকুর দুর্ঘটনায় বড় আপডেট! ‘মদ্যপ’ পরিচালক ভিক্টোকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে…
April 16, 2025

Thakurpukur Accident: ঠাকুরপুকুর দুর্ঘটনায় বড় আপডেট! ‘মদ্যপ’ পরিচালক ভিক্টোকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে…

Thakurpukur Accident: ঠাকুরপুকুর দুর্ঘটনায় বড় আপডেট! ‘মদ্যপ’ পরিচালক ভিক্টোকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠাকুরপুকুর দুর্ঘটনায় (Thakurpukur Accident) পরিচালকের দায়িত্বরজ্ঞানহীনতায় অবাক সকলেই। এই ঘটনায় ট্রাফিক বিভাগের হাত থেকে এই অনিচ্ছাকৃত খুনের মামলার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিস। জেরায় অভিযুক্ত ভিক্টোর কথা শুনে অবাক পুলিস। এতদিন ভিক্টো (Victo) ছিলেন পুলিসি হেফাজতে। বুধবার থেকে তাঁকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে। আগামি ৩০ এপ্রিল অবধি আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে (Alipore Jail)। 

গত রবিবার (৬ এপ্রিল) সকালে ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। জানা যায়, সেই গাড়িতে ভিক্টো ছাড়াও ছিলেন দুই মহিলা, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋ সেন। জানা যায় যে ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছিলেন ঋ, অন্যদিকে শ্রিয়াকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। কারণ তিনি গাড়ি চালাচ্ছিলেন না।

আরও পড়ুন- Pori Moni: ‘ওর সঙ্গে এক বিছানায় থাকে…’, পরীমণিকে নিয়ে বিস্ফোরক পরিচারিকা…
  
আহতদের মধ্যে একজন ইতোমধ্যেই প্রয়াত, অন্যজন আশঙ্কাজনক, আহত আরও ৪। এই ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ৫০-৬০ কিলোমিটার গতিতে ছুটছিল গাড়িটি। ঠাকুরপুকুর বাজারে ঘটা এই ঘটনায় ট্রাফিক বিভাগের হাত থেকে এই অনিচ্ছাকৃত খুনের মামলার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিস। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডানদিক, বাঁদিকে চলা এলোপাথাড়ি গাড়িটি একটি স্কুটারকেও ধাক্কা দেয়। স্কুটারটি গাড়ির তলায় চলে গেলে গাড়িটি লক হয়ে যায়। এরপরেই জনতার হাতে আটক হয় অভিযুক্তরা। কিন্তু কেন জনবহুল বাজারে ঢুকে পড়লেন গাড়ি নিয়ে? “দিন আর রাতের তফাত বুঝতে পারিনি। মদ্যপ অবস্থায় দিনের বাজারের রাস্তা রাতের মতোই ফাঁকা মনে করে ঢুকে পড়েছিলাম বাজারে”, ভিক্টোর এই বক্তব্য শুনে অবাক লালবাজারের অফিসাররা। পুলিশ সূত্রের খবর, সিদ্ধান্ত গোয়েন্দাদের কাছে দাবি করে যে, ঠাকুরপুকুর বাজারের রাস্তাটি তার কাছে খুবই পরিচিত। গভীর রাতে ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে প্রায়ই যাতায়াত করে সে। স্বভাবতই রাতে সেই রাস্তা ফাঁকা থাকে। তাই ৮০ কিলোমিটার বেগেও গাড়ি চালিয়েছে সে। তবে দিনেরবেলায় ওই রাস্তায় ঢুকতেই বিপত্তি। 

আরও পড়ুন- Salman Khan Death Threat: ‘সলমানকে মেরে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে চাই, অনুপ্রেরণা লরেন্স বিষ্ণোই’, জেরায় আজব দাবি যুবকের…

এতদিন পুলিসি হেফাজতে ছিলেন অভিযুক্ত ভিক্টো। কিন্তু বুধবার জামিন পেলেন না পরিচালক। এবার পুলিসি হেফাজতের পরিবর্তে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ নিয়েছে নিম্ন আদালত। ৩০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১৪ দিন পর্যন্ত তিনি বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন। ভিক্টোকে রাখা হবে আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link