<div id="67e4e7d773bae24dc4196ae2" class="sub-blogs-wrap iskey-events">
<div class="sub-blog-detail">
<p>ABP Ananda Live: বিরোধ ভুলে ঠাকুরনগরের মতুয়াবাড়ির দুই যুযুধান পক্ষ এখন মিলেমিশে একাকার। উপলক্ষ বারুণি মেলা। ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা ঘিরে বারবার সংঘাত তৈরি হয়েছে মতুয়াবাড়ির অন্দরেই। এবার দ্বন্দ্ব ভুলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে। </p>
<p> </p>
<p><strong>হাওড়ার আর্বজনা এবার কলকাতায় পাঠানো হচ্ছে</strong></p>
<p>হাওড়ার আর্বজনা এবার কলকাতায় পাঠানো হচ্ছে। বেলগাছিয়া ভাগাড়ের ময়লা জগাছার আরুপাড়ায় ফেলা নিয়ে প্রবল আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। এবার কলকাতার ধাপায় পাঠানো হচ্ছে হাওড়া পুরসভার ময়লার গাড়িগুলিকে। অন্যদিকে, বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হচ্ছে কন্টেনার-ঘর। বসানো হচ্ছে দরজা-জানলা। আপাতত সেখানেই ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এদিন হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবে জেলা প্রশাসন।</p>
</div>
</div>
<div id="67e4e3548d901a1bb6235cc2" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
বারুণি মেলা উপলক্ষে মতুয়াবাড়ির দুই যুযুধান পক্ষ এখন মিলেমিশে একাকার
