জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হড়পা বানের তাণ্ডবে টেক্সাসের চারদিকে এখন ধ্বংসচিহ্ন (Texas Flood)। এরমধ্যেই সামনে এল হড়পা বানের হাড়হিম করে দেওয়া ভয়ংকর এক ভিডিয়ো। রাক্ষুসে জলের তোড় মাত্র ১০ মিনিটের মধ্যে গিলে খেল একটা গোটা ব্রিজকে (floodwater swallowing Texas bridge in minutes)! ব্রিজের উপর দিয়ে তখনও গাড়ি চলাচল করছিল। ছিল মানুষও। আচমকাই বাড়তে শুরু করে জলস্তর। চোখের নিমেষে বেড়ে যায় জলের তোড়। প্রবল জলস্রোত দুকূল ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। গিলে খায় গোটা টেক্সাস ব্রিজকে! এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে হড়পা বানের এই ভয়ংকর ভিডিয়ো।
ইতিমধ্যে হড়পা বানে টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১০৪। মৃতদের মধ্যে ২৮ জন শিশুও রয়েছে। হড়পা বান ও মৃত্যুপুরী ভূমিধসের জেরে টেক্সাস। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কের কাউন্টির ‘ক্যা মিস্টিক’ সামার ক্যাম্প। গ্রীষ্মকাল বলেই এই ক্যাম্পে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ওই সময় ক্যাম্পে ছিল প্রায় ৭৫০ জন শিশু ও কিশোরী। অত্যধিক বৃষ্টিপাতের জেরে হঠাৎই গুয়াদালুপে নদীর জল বেড়ে যায়। ৪৫ মিনিটের মধ্যে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরেই ধ্বংসাত্মক রূপ নেয় নদী। হড়পা বানে ভেসে যায় দু’পাশের সব কিছু। দেখুন সেই ভিডিয়ো-
A timelapse video shows the speed at which deadly floodwaters rose over a causeway in Texas. The video recorded the scene for around 50 minutes, according to the timecode https://t.co/qqaiRP5TR6 pic.twitter.com/4oKX3xHr5e
— Reuters (@Reuters) July 7, 2025
১০০ বছরের ইতিহাসে টেক্সাসে এমন বিপর্যয় দেখা যায়নি। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি মাথায় নিয়েই চলছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসনের আর্জি মেনে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস।
আরও পড়ুন, Viral Proposes: ধেয়ে আসছে ভয়ংকর টর্নেডো! ফুটছে লাভা! মৃত্যুভয় নয়, আংটি পরিয়ে ‘ভয়ংকর’ সুন্দর প্রোপোজ ২ প্রেমিকের….
আরও পড়ুন, Brazilian hiker Death: সামিটের খুব কাছে… আগ্নেয়গিরির ‘মধ্যে’ পড়ে ২০ মিনিটেই মৃত্যু! ২৬-র তরুণী শেষ মেসেজে মা-কে লেখেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)