জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে ফের আঘাত হানল জঙ্গিরা। মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারনে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আহত হয়েছেন ৭ জন। ঘটনার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনী তল্লাশী। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিবিদ্ধ ৭ পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে।
#WATCH | Firing incident reported in Pahalgam, J&K; Police and Security Forces present on the spot
Details awaited. pic.twitter.com/jlDZ1oubnB
— ANI (@ANI) April 22, 2025
ঘন জঙ্গল, সবুজ উপত্যকা ও লেকের আকর্ষণে পহেলগাঁওয়ে ভিড় করেন পর্যটকরা। এবছর চলেছে পর্যটন মরশুমের পিক সময়। সেইসময় এই হামলা করা হল। আরও উল্লেখযোগ্য বিষয় হল এখন অমরনাথ যাত্রার জন্য নাম রেজিস্ট্রেশনের কাজ চলছে। টানা ৩৮ দিনের অমরনাথ য়াত্রা শুরু হবে ৩ জুলাই। এখনওপর্যন্ত সেটাই ঠিক রয়েছে। মোট দুটি রুটে অমরনাথ য়াত্রা হবে। একটি অনন্তনাগ জেলার পহেলগাঁও দিয়ে এবং অন্যটি গান্ডেরবাল জেলার বালতাল রুট দিয়ে।
আরও পড়ুন-‘চাকরিহারাদের দাবি মেনে তালিকা দেওয়া যাচ্ছে না, আইনি সমস্যা হতে পারে।’
আরও পড়ুন-‘ঘরে অস্ত্র রাখুন, জোগান দেবে বিজেপি’, খোলা মঞ্চে বিস্ফোরক জেলা সভাপতি
সেনা সূত্রে খবর প্রায় ৩-৫ মিনিট ধরে গুলি চালায় জঙ্গিরা। তবে স্থানীয়দের বক্তব্য কোনও পাল্টা গুলির শব্দ তারা পাননি। এখনওপর্যন্ত যে ৭ জন আহত হয়েছেন তাদের নাম বিনু ভাট(গুজরাট), মানিক পাটিল, রিনো পান্ডে, এস বালাচন্দ্রু(মহারাষ্ট্র), ডা পরমেশ্বর, অভিজীবন রাও(কর্ণাটক), সান্ত্রু(তামিলনাড়ু), শশী কুমারী(ওড়িশা)।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)