জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হার্ট অ্যাটাকে মৃত্যুর ফের আরও একটি শকিং ভিডিয়ো! ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসামন্দে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, খেয়েদেয়ে হোটেলে বিল পে করতে করতেই হার্ট অ্যাটাক হয় এক তরুণের। হৃদরোগে আক্রান্ত হয়ে রেস্তরাঁর রিসেপশন কাউন্টারেই লুটিয়ে পড়েন এই তরুণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রেস্তরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যুবকের মর্মান্তিক মৃত্যু!
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবক রেস্তোরাঁর বিল পরিশোধ করার জন্য ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছেন। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে সেখানে রাখা মৌরী থেকে এক চামচ মৌরী তুলে তিনি মুখে দেন। এরপর ক্যাশিয়ার তাঁকে বিলটি দেন। আর বিলটি হাতে নিয়েই তিনি ক্যাশ কাউন্টারের মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি। জানা যায়,আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার ১ মার্চ। মৃতের নাম সচিন গারু। বয়স ২৭ বছর।
রাজস্থানের রাজসামন্দের পুর পরিষদে একজন স্যানিটেশন কর্মী হিসেবে কাজ করতেন সচিন। রাজসামন্দের টিভিএস স্কোয়ারের কাছে অবস্থিত একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন তিনি। বিল পরিশোধ করতে তিনি যখন ক্যাশ কাউন্টারে আসেন, তখনও তাঁকে একেবারে সুস্থ দেখাচ্ছিল। তারপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাটিতে লুটিয়ে পড়েন। রেস্তোরাঁর কর্মীরা এবং ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা সচিনকে তুলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Silent genocide continues in India!!
एक युवक खाना खाने के बाद होटल का बिल चुकाने काउन्टर पर जाता है और फिर बिल देखता है तभी अचानक हार्ट अटैक आकर 27 साल के युवक की मौत हो जाती है आखिर क्या कारण हैं कि लोगों की अचानक मौत हो रही है?गंभीर सवाल हैं https://t.co/XlnfjhTtHV pic.twitter.com/8VGmk87FnW— Rohit Mishra (@RohitMishra2024) March 5, 2025
ভিডিয়োটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে এই ভিডিয়ো আরও একবার আমাদের উদ্বেগ বাড়িয়ে তুলছে। নেটিজেনরা একে ‘ভারতে সাইলেন্ট জেনোসাইড’ও বলছে! প্রশ্ন তুলেছে এর কারণ নিয়ে! কারণ, সম্প্রতি দেশে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়ে গিয়েছে। শুধু বয়স্ক নয়, অল্পবয়সীরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। হার্ট অ্যাটাকে স্কুল পড়ুয়া থেকে তরুণ-তরুণীদের মৃত্যুর এরকম অনেক ঘটনা-ই সামনে এসেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
প্রসঙ্গত, ঠিক এক মাস আগেই এরকম আরেকটি ঘটনা সামনে আসে। যেখানে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাস করে মঞ্চের উপর পড়ে যান পরিণীতা জৈন নামে এক তরুণী। হার্ট অ্যাটাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৩ বছরের ওই তরুণীর। সেই ভিডিয়োটিও ছিল অত্যন্ত মর্মান্তিক। সেই ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের বিদিশায়।
আরও পড়ুন, 80000 crore gold reserve in Indus: জলে মিশে সোনা! ৮০০০০ কোটির স্বর্ণভান্ডার! ভাগ্য খুলে গেল ভারতের পড়শি দেশের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours