NOW READING:
KKR vs SRH | IPL 2025: ইডেনে বৃহস্পতি সন্ধ্যায় মহাসংগ্রাম; নাইট বনাম অরেঞ্জ আর্মি, শেষ হাসি কে হাসবে?
April 3, 2025

KKR vs SRH | IPL 2025: ইডেনে বৃহস্পতি সন্ধ্যায় মহাসংগ্রাম; নাইট বনাম অরেঞ্জ আর্মি, শেষ হাসি কে হাসবে?

KKR vs SRH | IPL 2025: ইডেনে বৃহস্পতি সন্ধ্যায় মহাসংগ্রাম; নাইট বনাম অরেঞ্জ আর্মি, শেষ হাসি কে হাসবে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল ২০২৫- এর ১৫ নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচ কলকাতার আইকনিক ইডেনে অনুষ্ঠিত হবে। বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে কেকেআর  এবং এসআরএইচ। আজ দু’দলই ব়্যাঙ্কিংএ উঠে আসার চেষ্টা করবে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

শেষবার তারা মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের আইপিএল ফাইনালে। বর্তমানে কেকেআরের ব্যাটিং লাইনআপ একটু অসঙ্গতিপূর্ণ। গত মরসুমে, তাদের ওপেনিং জুটি জমজমাট ছিল। গড়ে ৪৩.৯ রান এবং স্ট্রাইক রেট ২০৭। এই মরসুমে, তারা গড়ে মাত্র ১৫.৩ রান করছে এবং স্ট্রাইক রেট মাত্র ১০০।
এসআরএইচ অষ্টম স্থানে এবং কেকেআর দশম স্থানে রয়েছে এবং এখন পর্যন্ত উভয় ফ্র্যাঞ্চাইজিই একমাত্র রাজস্থান রয়্যালসকে হারাতে পেরেছে। যারা নবম স্থানে রয়েছে।

কেকেআর বনাম এসআরএইচ হেড-টু-হেড রেকর্ডস
২৮ টি ম্যাচের মধ্যে কেকেআর ১৯ টিতে জিতেছে। যার মধ্যে ৭টিই হয়েছিল ইডেনে। সন্ধ্যের ম্যাচের আগে দেখে নিন দু’দলের সম্ভাব্য একাদশ –

কলকাতা নাইট রাইডার্স :
কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী

সানরাইজার্স হায়দরাবাদ:
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিশান, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (ডব্লিউ কে), অভিনব মনোহর, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (সি), হর্ষাল প্যাটেল, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা।
ইমপ্যাক্ট প্লেয়ার: সিমরানজিৎ সিং।

আরও পড়ুন: ‘মুঝে কিঁউ…!’ প্রথম ম্যাচেই প্রাক্তন দল RCB-কে মোক্ষম জবাব সিরাজের…

আরও পড়ুন: রোহিতদের ভরা ক্রিকেট; ঘরের মাঠে Test-ODI-T20I মিলিয়ে জমজমাট, ইডেনে পাঁচদিন খেলা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link