NOW READING:
RCB vs GT | IPL 2025: গুজরাতের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের পথে বেঙ্গালুরু, রজতদের লড়াই কি সহজ হবে?…
April 2, 2025

RCB vs GT | IPL 2025: গুজরাতের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের পথে বেঙ্গালুরু, রজতদের লড়াই কি সহজ হবে?…

RCB vs GT | IPL 2025: গুজরাতের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের পথে বেঙ্গালুরু, রজতদের লড়াই কি সহজ হবে?…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন মরসুমে দুর্দান্ত পারফরমেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে ঘরের মাঠে বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে নতুন অধিনায়ক রজত পাটিদার। আজ প্রথম হোম ম্যাচ খেলবে আরসিবি (RCB)।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

প্রাক্তন ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের আইপিএল ২০২৫ অভিযানের দারুন সূচনা করেছে। প্রথম দুটি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)-কে হারিয়ে, তারা বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আজ তারা আরেক প্রাক্তন চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (GT)-র বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মতো ওজি (OG) দলগুলির বিপরীতে, আরসিবি যথেষ্ট লড়াই করেছিল। বোলিংয়ে কুখ্যাত এম চিন্নাস্বামী স্টেডিয়াম সবসময় ঘরের মাঠের সুবিধা প্রদান করেনা।

গত মরসুমে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি চারটি ম্যাচে জিতেছে এবং তিনটিতে হেরেছে। যা তাদের সেরা হোম রেকর্ডগুলির মধ্যে একটি। সানরাইজার্স হায়দরাবাদ এই ভেন্যুতেই ২৮৭ রান দিয়েছিল। এটিই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান। আইপিএল শুরু হওয়ার পর থেকে, আরসিবি ১০০টি হোম ম্যাচ খেলেছে, মাত্র ৪৯টিতে জিতেছে। সিএসকে ১০৯টি হোম ম্যাচের মধ্যে ৭২টিতে জিতেছে এবং এমআই ১১৪টির মধ্যে ৬৫টিতে জিতেছে।

আরসিবির ব্যাটিং লাইনআপ শক্তিশালী থাকলেও বোলিং ইউনিট ধারাবাহিকভাবে হতাশ করেছে আবারও এম চিন্নাস্বামীর ছোট বাউন্ডারি ব্যাটসম্যানদের আটকানো কঠিন করে তোলে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের আগেও, বেঙ্গালুরুতে ১৮০ রানের স্কোর কখনই নিরাপদ ছিল না। আগের মরসুমে আক্রমণাত্বক নেতৃত্ব দেওয়া মহম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের জার্সিতে প্রাক্তন দলের মুখোমুখি হবেন। যুজবেন্দ্র চাহালের চলে যাওয়ার পর, আরসিবি একজন নির্ভরযোগ্য মিডল-ওভার বোলার খুঁজছে। আরসিবির এখন দুজন অভিজ্ঞ ফাস্ট বোলার জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার। বিশেষ করে ভুবনেশ্বর দীর্ঘদিন আরসিবিকে আক্রমণাত্বক বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছে।

গুজরাত টাইটান্স এবং আরসিবি পাঁচবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে আরসিবি ৩টি এবং গুজরাত ২টি তে জিতেছে। ২০২৩ সালে, শুভমান গিলের সেঞ্চুরি বেঙ্গালুরুতে বিরাট কোহলির চেয়ে বেশি ছিল। আবার ২০২৪ সালে, আরসিবি গুজরাতের টপ অর্ডারকে সহজেই ভেঙে দেয়।

আজ সন্ধ্যায় ম্যাচের আগে দেখে নিন – 

আরসিবি সম্ভাব্য একাদশ: 
বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদুত পাড়িক্কল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জোশ হেজেলউড।
ইমপ্যাক্ট সাব: সুয়াশ শর্মা

জিটি সম্ভাব্য  একাদশ: 
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সাই সুদর্শন, শাহরুখ খান, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রাবাদা, সাই কিশোর, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট সাব: ইশান্ত শর্মা

আরও পড়ুন:  ‘প্রতি তিনবছর অন্তর এভাবে…’! কেকেআর তারকা ফুঁসছেন, সাফ জানালেন তাঁর দাবি

আরও পড়ুন: অপ্রতিরোধ্য পঞ্জাব! লখনউকে হেলায় হারালেন শ্রেয়স আইয়াররা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link