জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল ২০২৫ (IPL 2025) -এর ১৩ তম ম্যাচে ১ এপ্রিল, মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) মুখোমুখি পঞ্জাব কিংস (PBKS)। খেলা লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে। এটি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি এবং দ্বিতীয় দামি খেলোয়াড়দের মধ্যে একটি লড়াই।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
প্রথমবারের মতো, এলএসজির নতুন অধিনায়ক ঋষভ পন্ত তার প্রাক্তন ডিসি কোচ রিকি পন্টিংয়ের মুখোমুখি হবেন। ভারতীয় এই ব্যাটিং তারকা তার সমালোচকদের চুপ করিয়ে দিতে প্রস্তুত। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে পিবিকেএসকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ম্যাচ শেষে তিনি ৯৭ রানে অপরাজিত। ২০২৪ সালের আইপিএল-জয়ী অধিনায়ক তিন নম্বরে খেলা পছন্দ করেন, এবং একই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করা হয়। গত ম্যাচে, টপ অর্ডার ব্যাটসম্যান মিচেল মার্শ এবং নিকোলাস পুরান যথাক্রমে ৫২ এবং ৭০ রান করেছিলেন। এবং দলটি চার ওভার বাকি থাকতে ১৯১ রানের লক্ষ্যে পৌছায়।
ঋষভ পন্থ এবং তার দল ঘরের মাঠে তাদের প্রথম খেলা খেলবে এবং শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাঁচ উইকেটে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে।
অন্যদিকে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস দুর্দান্ত খেলেছে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত ৯৭ রান এবং তারকা ব্যাটসম্যান শশাঙ্ক সিংয়ের দুর্দান্ত ইনিংসের সুবাদে তারা প্রথম ইনিংসে ২৪৩ রান করতে সক্ষম হয় এবং আইপিএল ২০২২ চ্যাম্পিয়নরা ১১ রানে হেরে যায়।
উভয় দলের লাইন আপেই বিশ্ব সেরা খেলোয়াড়দের সমাহার। এলএসজিতে ঋষভ পন্থ, নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং অন্যান্য খেলোয়াড়রা আছেন। অন্যদিকে পিবিকেএসের রয়েছে যুজবেন্দ্র চাহাল, শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং ও গ্লেন ম্যাক্সওয়েল।
দেখে নিন আজকের দুই দলের সম্ভাব্য একাদশ:
লখনউ সুপার জায়ান্টস –
মিচেল মার্শ, আইডেন মাক্রম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, ডেভিড মিলার, আয়ুশ বাদোনি, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, মণিমারন সিদ্ধার্থ, দিগ্বেশ সিং।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রিন্স যাদব।
পঞ্জাব কিংস –
পি সিমরান সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, জেপি ইংলিস, এন ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, এমপি স্টোইনিস, এম জানসেন , অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ওয়াইএস ঠাকুর
ইমপ্যাক্ট সাব: বিষ্ণু বিনোদ।
আরও পড়ুন: ইসিবি-র সিদ্ধান্তে মুছবে পতৌদির স্মৃতিচিহ্ণ! রোহিতরা বিলেত যাওয়ার আগেই এবার…
আরও পড়ুন: প্রথম সক্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস, আইপিএলের সঙ্গেই এবার বিবিএলেও বিরাট!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)