Telangana IAS Officer: জেলা শাসকের কোনও সাধারণ জ্ঞান নেই! ভরা অনুষ্ঠানে ধমক রাজ্যের মন্ত্রীর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই আইএএস অফিসারকে ধমক দিলেন রাজ্যের মন্ত্রী। এনিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। ঝড় উঠছে রাজনৈতিক মহলেও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিয়ো। ঘটনাটি তেলঙ্গানার। এনিয়ে আসরে বিআরএস।
আরও পড়ুন- নজরে কিঞ্জল নন্দ! একাধিক তথ্য জানতে চেয়ে আর জি কর অধ্যক্ষকে চিঠি মেডিক্যাল কাউন্সিলের
রাজ্যের ওই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। সেই অনুষ্ঠানে কোনও একটি বিষয় নিয়ে করিমনগর জেলার জেলাশাসক পামেলা শতপতীকে কড়া ধমক দেন রাজ্যের রাজস্বমন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি। সবার সামনেই ওই মহিলা জেলাশাসকের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারান রেড্ডি। বলে ওঠেন, আপনার কোনও সাধারণ জ্ঞান নেই? ওই কথা শোনার পরই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন ওই জেলা শাসক। তাতেও মন্ত্রীকে শান্ত করা যায়নি।
কেন মেজাজ হারান রাজ্যের মন্ত্রী? জানা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টরের উপস্থিতিতে হওয়া ওই অনুষ্ঠানে যান রাজ্যের মন্ত্রী শ্রীনিবাস রেড্ডি। তাঁর মনে হয় কোনও একটি বিষয়ে প্রটোকল ভাঙা হয়েছে। এরপরই তিনি বলে ওঠেন, কোনও সাধারণ জ্ঞান নেই আপনার? কী করছেন? অনুষ্ঠানে রাজ্যের আরেক মন্ত্রী জেলাশাসকের সঙ্গে অভদ্র ভাষায় কথা বলেন বলে অভিযোগ।
এনিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিআরএস নেতা কে কবিতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, যা হয়েছে তা অত্যন্ত অপমানজনক। কোনওভাবেই জেলা শাসকের সঙ্গে মন্ত্রীর ওই ব্যবহার মেনে নেওয়া যায় না। মন্ত্রী যা করেছেন তা শুধু নীতি বিরোধীই নয় বরং সরকারের ইমেজের পরিপন্থী। দলের নেতার কোনও লাগাম না থাকলে এরকম হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)