জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুলে বন্ধুদের সঙ্গে ঝগড়া, মান-অভিমানকে কেউই গুরুত্ব দেয় না। সবাই মনে করে যে, আজ তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে, কাল আবার সেটা ভুলে বন্ধু হয়ে যাবে। কিন্তু এবার এমন ঘটনা সামনে এল, যা বাচ্চাদের ঝগড়াকে হালকাভাবে নেবে না। জানা গিয়েছে, দিল্লির এক ১৪ বছরের পড়ুয়া তাঁর সহপাঠীর সঙ্গে ঝগড়া করে। তারপর স্কুলের বাইরে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাটি ঘটে, শকরপুর এলাকার রাজকিয়া সর্বোদয় বাল বিদ্যালয়ের ২ নম্বর বাইরে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, স্কুলে অতিরিক্ত ক্লাস চলাকালীন ইশু গুপ্তার সঙ্গে কৃষ্ণার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধে। ক্লাস শেষ হওয়ার পরে, কৃষ্ণা তিন থেকে চারজন ব্যক্তিকে নিয়ে হাজির হয় স্কুলের বাইরে। সেখানেই ইশুর উপর হামলা চালায়।
পুলিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন ভুক্তভোগীর থাইতে ছুরি দিয়ে আঘাত করে। স্কুলের কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিস বিবৃতি জারি করে জানিয়েছে, পুলিসের একটি দল, মাদকবিরোধী স্কোয়াড এবং বিশেষ স্টাফকে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:Army Truck Accident: জম্মু-কাশ্মীরের বান্দিপুরে সেনা-ট্রাক পড়ল খাদে! মৃত ৪ জওয়ান…
ইতোমধ্যেই জানা গিয়েছে,পুলিস এ ঘটনায় সাতজনকে আটক করেছে। তাদের মধ্যে- পাঁচজন নাবালক এবং অন্য দুজনের বয়স ১৯ এবং ৩১ বছর। পুলিস আরও জানায়, এই ঘটনার পিছনে তাদের আসল উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত মাসেই ক্লাস ১১-এর এক পড়ুয়াকে ছুরির এলোপাথাড়ি কোপে খুন করা হয়। নিহত পড়ুয়ার বোন জানায়, সে এবং তাঁর ভাই ২৫ ডিসেম্বর মার্কেটে গিয়েছিল। সেখানেই হাজির হয় অভিযুক্ত হিমাংশু মাথুর, রোহিত ধামা এবং তাদের সঙ্গে ছিল কিছু লোক। ভরা বাজারের মাঝে তারা তাঁর ভাইকে লাঠি, ছুরি দিয়ে আঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে ভাইকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় পুলিস ১০ জনকে গ্রেফতার করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)