NOW READING:
VIRAL VIDEO | IND vs ENG: ভারতীয় দলের স্টারকে পুলিস ভাবল ফ্যান! ঢুকতেই দেওয়া হল না হোটেলে, তারপর….
February 4, 2025

VIRAL VIDEO | IND vs ENG: ভারতীয় দলের স্টারকে পুলিস ভাবল ফ্যান! ঢুকতেই দেওয়া হল না হোটেলে, তারপর….

VIRAL VIDEO | IND vs ENG: ভারতীয় দলের স্টারকে পুলিস ভাবল ফ্যান! ঢুকতেই দেওয়া হল না হোটেলে, তারপর….
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

আগামী বৃহস্পতিবার নাগপুরে প্রথম ওডিআই। টিম ইন্ডিয়া নাগপুরের ব়্যাডিসন হোটেলে উঠেছে। আর টিম বাস থেকে নেমে হোটেলে ঢোকার সময়ে ঘটেছে অদ্ভুত ঘটনা। টিম ইন্ডিয়ার স্টার সদস্যকে পুলিস ভেবে বসল ফ্যান! যার জেরে হোটেলে ঢুকতে দিল বাধা। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল…

আরও পড়ুন: ‘বাসচালকই বলেছিলেন কীভাবে বিরাটকে আউট করতে হবে’! জানালেন রেলের পেসার হিমাংশু সাংওয়ান

ভারতের থ্রোডাউন বিশেষজ্ঞ রঘুকে পুলিশ ভেবেছিলেন যে, তিনি একজন ভক্ত। ফলে পুলিস তাকে হোটেলে ঢুকতে দেয়নি। এরপর রঘু বেশ কিছুক্ষণ পুলিসকে বোঝানোর চেষ্টা করেন যে, তিনিও রোহিত শর্মাদের টিমের সদস্য। তারপর পুলিস নিজের ভুল বুঝতে পেরে রঘুকে হোটেলে ঢুকতে দেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং বাকিরা চলে এসেছেন নাগপুরে। তাঁরা অনুশীলনও শুরু করে দিয়েছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলই খেলছে এই সিরিজে। শুধু একটি পরিবর্তন হয়েছে। জসপ্রীত বুমরার পরিবর্তে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ‘ক্রিকেট ঈশ্বর’কে জীবনকৃতী, বোর্ডের বর্ষসেরা কোন দুই মহারথী? রইল পুরো তালিকা

তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভাারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (ডব্লিউকে), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link