জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy 2024-25) ১-০ এগিয়ে গিয়েছে। এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। ক্যানবেরায় চলে এসেছে ভারতীয় দল। আর এসেই রোহিতরা চলে গেলেন অস্ট্রেলিয়ার সংসদে। সেখানে দেখা করলেন অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির (Anthony Albanese) সঙ্গে!
আরও পড়ুন: অবিশ্বাস্য ঐতিহাসিক রেকর্ড! ৫৫০০% বেতন বৃদ্ধি এই ভারতীয়র, ধারণাতেও আসবে না সেই নাম
বৃহস্পতিবার সকালে রোহিতই দলের সকল সদস্য়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ করিয়ে দেন। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে রোহিতরা প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যানবেরার মানুকা ওভালে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু-দিনের ম্যাচ। সেখানেও গোলাপি বলে দিন-রাতের খেলা। এই ম্যাচ দিয়েই অ্যাডিলেডের প্রস্তুতি সারবে গৌতম গম্ভীরের টিম। ভারত-অস্ট্রেলিয়ার রাজনৈতিক সম্পর্কও খুব ভালো। অ্যান্টনি অ্যালবানেজি তাঁর এক্স হ্য়ান্ডেলে টিম ইন্ডিয়া ও তাঁর টিমের সঙ্গে ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘চলতি সপ্তাহে, মানুকা ওভালে দুর্দান্ত ভারতীয় দলের সঙ্গে খেলবে প্রধানমন্ত্রী একাদশ। আমাদের সামনে বিরাট চ্য়ালেঞ্জ। আমি নরেন্দ্র মোদীকে যদিও বলে দিয়েছিল আমার সমর্থন অস্ট্রেলিয়ার সঙ্গেই থাকবে।’
ভারতের প্রস্তুতি ম্যাচ হবে ৩০ নভেম্বর-১ ডিসেম্বর। স্কট বোল্যান্ড ও ম্যাট রেনশর মতো দুই অভিজ্ঞ বোলারকে নিয়েই হয়েছে অ্যালবানেজির টিম। বোল্যান্ড-রেনশ টেস্ট খেলেছেন আগে। প্রধানমন্ত্রী একাদশে রয়েছেন- জ্যাক এডওয়ার্ডস (অধিনায়ক) চার্লি অ্যান্ডারসন, মাহলি বার্ডম্যান, স্কট বোল্যান্ড, জ্যাক ক্লেটন, এডেন ও’কনর, ওলি ডেভিস, জেডেন গুডউইন, স্যাম হার্পার, হ্যানো জ্যাকবস, স্যাম কন্টাস, লয়েড পোপ, ম্যাট রেনশ, জেম রায়ান। রোহিতদের সঙ্গে জ্যাকদের লড়াই যে জমে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: নিলামে কেউ নেয়নি, প্রত্যাখ্যানের প্রত্যুত্তরে ১০০-র বিশ্বরেকর্ড! গেইল-পন্থও পারেননি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)