IND vs AUS: অধিনায়কই অভিভাবক; তরুণ তুর্কিকে উচিত শিক্ষা! হোটেলে রেখেই বেরিয়ে গেল টিম বাস…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেড ওভালে মাত্র আড়াই দিনে অস্ট্রেলিয়া খেলা শেষ করে দিয়েছে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট ১০ উইকেটে জিতে, অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। অ্যাডিলেড ছেড়ে ব্রিসবেন যাওয়ার পথেই এমন এক ঘটনা ঘটেছে, যার জেরে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বেজায় চটেছেন দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) উপর!
আরও পড়ুন: ইতিহাস লিখে দিলেন স্মৃতি মন্ধানা, যা করলেন তা অতীতে কেউ পারেননি! অভাবনীয় বললেও কম…
এখন প্রশ্ন কী ঘটেছিল? জানা যাচ্ছে গত বুধবার সকাল ১০টার সময়ে টিম ইন্ডিয়ার অ্যাডিলেড থেকে ব্রিসবেনের বিমান ছিল। দলের সকলকে সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলের লবিতে রিপোর্ট করতে বলা হয়েছিল। কিন্তু যশস্বী প্রায় পৌনে ন’টার দিকে হোটেলের লবিতে এসেছিলেন। তরুণ তুর্কির অপেক্ষা করছিলেন দলের হেডমাস্টার গৌতম গম্ভীর ও রোহিত। ‘সময়জ্ঞানহীন’ যশস্বীকে শিক্ষা দিতেই রোহিতরা সিদ্ধান্ত নেন যে, তরুণ ওপেনারকে হোটেলে রেখেই, বাস ছেড়ে দেওয়ার। যশস্বী এরপর লবিতে এসে দেখেন যে, সকলে তাঁকে রেখেই বেরিয়ে গিয়েছে। এরপর যশস্বী কে বিমানবন্দরে পাঠানো হয় গাড়িতে করে, তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয় সিনিয়র সিকিউরিটি আধিকারিককে।
অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টে তিন দিনে ১ লক্ষ ৩৫ হাজার ১২ জন দর্শকে এসেছিলেন। পাঁচ দিনের খেলায় যা রেকর্ড সংখ্যক দর্শক সমাগম। এর আগে ১ লক্ষ ১৩ হাজার ০৯ জন দর্শক এসেছিলেন অ্যাডিলেড ওভালে। ২০১৪-১৫ সালের রেকর্ড ভাঙল ২০২৪-২৫ মরসুমে। অ্যাডিলেডে প্রথম দিনেই ৫০ হাজার দর্শক এসেছিলেন। ব্রিসবেনেও প্রচুর দর্শক সমাগম হবে বলেই মনে করা হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। দ্বিতীয় টেস্টে এসে ভারত ডুবল। এবার দেখা তৃতীয় টেস্টে ভারত সিরিজে ফিরতে পারে কিনা!
আরও পড়ুন: সবার আগে এখন ধোনি, পিছনে ফেললেন অমিতাভ-শাহরুখকে…ওদিকে কোহলির আগে সৌরভ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)