বিরল ছবি ! চা-চক্রে মোদি-রাহুল, একে অপরকে উষ্ণ অভিবাদন

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:3 Minute, 56 Second


নয়াদিল্লি : রাজনৈতিক ময়দানে চরম প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েন না। তবে, এবার ব্যতিক্রমী ছবি চোখে পড়ল ! একে অপরকে উষ্ণ অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার সংসদ চত্বরে সর্বদলীয় চা বৈঠক আয়োজিত হয়। চলতি বাদল অধিবেশনের সমাপ্তি উপলক্ষে সব দলের নেতার সঙ্গে দেখা করেন লোকসভার স্পিকার। ১২ আগস্ট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, কিন্তু, অনির্দিষ্টকালের জন্য হাউস মুলতুবি রেখেছেন স্পিকার। এই পরিস্থিতিতে এই বৈঠক। বৈঠকে উপস্থিত কেউ কেউ সর্বভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে জানিয়েছেন, একে অপরকে হাসিমুখে নমস্কার করে অভিবাদন জানান নেতারা।

একটি সোফায় অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ডানদিকে চেয়ারে বসেছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল। সেই সারিতেই ছিলেন মন্ত্রী কিরেণ রিজিজু, কিঞ্জারাপু রামমোহন নায়ডু, চিরাগ পাসওয়ান, পীযূষ গয়াল। এছাড়া বিরোধী দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কানিমোঝি। বিরোধী দলনেতার উল্টোদিকে বসেছিলেন অমিত শাহ ও রাজনাথ সিংহ। নেতারা একে অপরের সঙ্গে কথা বলার ফাঁকে দেখা যায় একজন চায়ের ট্রে নিয়ে প্রবেশ করছেন।

কয়েক সপ্তাহ আগেই, লোকসভায় বক্তব্য রাখার সময় একে অপরকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানান। এই পরিস্থিতিতে নেতারা একে অপরের সঙ্গে বসে বৈঠক করছেন, যা কার্যত বিপরীত ছবি ধরা দিল।

এই অধিবেশন চলাকালীন, হাউস ফিনান্স বিল ২০২৪ এবং অ্যাপ্রোপিয়েশন বিল ২০২৪-সহ বেশ কয়েকটি মূল আইন পাস করেছে। উভয়ই ইউনিয়ন বাজেটের জন্য গুরুত্বপূর্ণ।

গত মঙ্গলবারই বাংলাদেশের অচলাবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে (all-party meeting) বিরোধী নেতৃত্বকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । সংসদ ভবনে আয়োজিত সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সম্পর্কে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সেই সময়কার পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দেন ভারতের বিদেশমন্ত্রী। কী পরিস্থিতিতে হিংসাত্মক আন্দোলনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন তার কারণ সবিস্তারে তুলে ধরেন। বৈঠকের মধ্যে বিরোধী নেতাদের ঢাকাতে কী চলছে এবং এই মোকাবিলার জন্য ভারত সরকার কী পরিকল্পনা নিয়েছে তা নিয়ে আলোচনা করেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *