# Tags
#Blog

৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, আইপিএল নিলামে উঠছেন কারা? ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে আনল বোর্ড

৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, আইপিএল নিলামে উঠছেন কারা? ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে আনল বোর্ড
Listen to this article


মুম্বই: জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টো থেকে চলবে প্লেয়ার ক্রয় প্রক্রিয়া। মোট ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হচ্ছে, শুক্রবার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন।

সব মিলিয়ে ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে ১০ দল। যাঁদের মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনা যাবে। 

নিলামে সর্বোচ্চ ন্যূনতম দাম ২ কোটি টাকা। মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই তালিকায় রেখেছেন। অর্থাৎ, নিলামে যাঁদের নিয়ে দরাদরি শুরুই হবে ২ কোটি টাকা দিয়ে। সেই তালিকায় রয়েছে গত আইপিএলে অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়া ঋষভ পন্থ, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে আসা কে এল রাহুল, ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহদের নাম।

ইংল্যান্ডের জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নাররাও রয়েছেন সেই তালিকায়। আগে আইপিএলের সবচেয়ে কম দামি ক্রিকেটারেরা পেতেন ১০ লক্ষ টাকা। তবে এখন তা বেড়ে হয়েছে ৩০ লক্ষ টাকা। অর্থাৎ, কোনও ক্রিকেটারকে কেউ প্রারম্ভিক মূল্যে কিনলেও তিনি ৩০ লক্ষ টাকা পাবেনই।

 

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর – দুদিনই নিলাম শুরু হবে স্থানীয় সময় বেলা ১২.৩০-এ। ভারতীয় সময়ে যা দুপুর তিনটে।                                       

আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে ‘অবৈধ’ স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?

আরও দেখুন





Source link

India vs India A Simulation Match Updates: কোহলির অস্বস্তি অব্যাহত, চিন্তায় রাহুলের কনুইয়ের চোটও! রইল ওয়াকার সব আপডেট

India vs India A Simulation Match Updates:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal