Tata Cars: টাটা কার্ভ একটি কুপ এসইউভি। এই গাড়ির প্রথম ইভি পাওয়ারট্রেন ২০২৪ সালের অগাস্ট মাসে বাজারে এসেছিল। এরপরেই বাজারে এসেছে এই গাড়ির পেট্রোল ও ডিজেল ভার্সন। এই গাড়ির জন্য চাহিদা, উন্মাদনা আরও বেড়েছে (Tata Curvv) তারপর থেকে। আর এই কারণে এত বুকিং জমা হয়েছে সংস্থার কাছে যে বাধ্য হয়ে গাড়ি ডেলিভারির ওয়েটিং পিরিয়ড (Tata Curvv Booking) বাড়াতে বাধ্য হল সংস্থা। এখন বুকিং করলে অপেক্ষা করতে হবে টানা তিন মাস। তবে কোন ধরনের ভ্যারিয়ান্ট ভুক করা হচ্ছে তার উপর এই ওয়েটিং পিরিয়ড নির্ভর করবে।
টাটা কার্ভ ইভির ওয়েটিং পিরিয়ড
টাটা কার্ভের বৈদ্যুতিন ভ্যারিয়ান্টের ওয়েটিং পিরিয়ড এখন প্রায় ৪ সপ্তাহের কাছাকাছি চলে গিয়েছে। টাটা কার্ভ ইভি বাজারে এসেছে দুটি ব্যাটারি প্যাকের সঙ্গে। এতে রয়েছে ৪৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যাতে একবার চার্জ দিলে একটানা চলতে পারে ৪৩০ কিমি রাস্তা। একইসঙ্গে এর একটি ৫৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকও রয়েছে, এতে আবার একবার চার্জ দিলে যাওয়া যাবে ৫০২ কিমি রাস্তা। গাড়িটির এক্স শোরুম দাম রাখা হয়েছে ১৭.৪৯ লক্ষ টাকা থেকে।
ডিজেল ভ্যারিয়ান্টের ওয়েটিং পিরিয়ড
টাটা কার্ভের ডিজেল ভ্যারিয়ান্ট বুক করলে গাড়ির চাবি হাতে পেতে আপনাকে ২ মাস অপেক্ষা করতে হবে। এই ডিজেল পাওয়ারট্রেনের সঙ্গে ভারতের বাজারে মোট ৪টি ভ্যারিয়ান্ট লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এর এন্ট্রি লেভেলের স্মার্ট ভ্যারিয়ান্টে থাকবে একটি ম্যানুয়াল গিয়ারবক্স। আর এর বাকি তিন ভ্যারিয়ান্টের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড এক মাসের বেশি। এর বাকি তিন ভ্যারিয়ান্ট হল পিওর, ক্রিয়েটিভ এবং কমপ্লিট ভ্যারিয়ান্ট। এই ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন ১১৮ বিএইচপি শক্তি উৎপন্ন করে।
পেট্রোল ভ্যারিয়ান্ট বুক করলে আরও অপেক্ষা করতে হবে
পেট্রোল ভ্যারিয়ান্টটি অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে। এতে সবথেকে বেশি সময় অপেক্ষা করতে হবে গ্রাহককে। গাড়ির চাবি হাতে পেতে কাউকে কাউকে ৩ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এতে আপনি পাবেন ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনের ট্রান্সমিশনই রয়েছে এই গাড়িতে। এই গাড়ির এক্স শোরুম দাম রাখা হয়েছে ৯.৯৯ লক্ষ টাকা।
আরও পড়ুন: PM Vishwakarma Yojana: এই সরকারি স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা, মিলবে ঋণও- কীভাবে আবেদন ?
আরও দেখুন