NOW READING:
ব্যবধান কমছে দুই বহুতলের, ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ
January 23, 2025

ব্যবধান কমছে দুই বহুতলের, ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ

ব্যবধান কমছে দুই বহুতলের, ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ
Listen to this article



<p><strong>সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: </strong>ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। আর এবার বিপজ্জনক ওই বহুতল খালি করতে বলা হয়েছে বাসিন্দাদের। নোটিস দিয়ে ৩ দিন সময় দেওয়া হয়েছে তাঁদের। আর তাতেই ক্ষুব্ধ বাসিন্দারা।&nbsp;</p>
<p>কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে জানিয়ে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। কারও আপত্তি থাকলে, জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। গতকাল রাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। বহুতলে এখনও রয়েছে ১১টি পরিবার। ফ্ল্যাট ছাড়তে পারি, কিন্তু জিনিসপত্র নিয়ে উঠব কোথায়? প্রশ্ন তুলেছেন হেলে পড়া বহুতলের আবাসিকরা। ৫ তলা বহুতলের অভিযুক্ত প্রোমোটার ড্যানিয়েল লি ও পাশের নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নার এখনও খোঁজ মেলেনি। ওই বহুতলের এক বাসিন্দা বলেন, "বাড়িটা একদিনে হেলেনি। বাড়িটা হেলছে ৬-৮ মাস ধরে। পাশের বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটা হেলতে শুরু করেছে। যারা আজ নোটিস লাগিয়ে গিয়েছে তারা কেউ তখন আসেনি।”</p>
<p>দিকে দিকে বাড়ি হেলে পড়ার এই ঘটনায় রীতিমতো বুক কাঁপছে শহরবাসীর। গতকালই এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসে বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না। এলাকায় জলাভূমি বুজিয়ে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।</p>
<p>কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড, উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে, CIT-রোডের ওপর ২ টো বাড়ি একে অপরের দিকে হেলে রয়েছে। ঠিক রাস্তার উল্টোদিকে, ভিআইপি রোডের ওপরও হেলে রয়েছে আরও একটা বাড়ি। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মানিকতলায়, পরস্পরের দিকে হেলে রয়েছে দুটি বহুতল।</p>
<p><strong>আরও পডুন: <a title="Saline Controversy: এবার ওষুধ ও স্যালাইনে ‘ভেরিফায়েড স্ট্যাম্প’ চালুর সিদ্ধান্ত, উদ্যোগ রাজ্যের সরকারি হাসপাতালের" href="https://bengali.abplive.com/district/verified-stamps-will-be-used-to-check-whether-medicine-and-saline-bottles-1116758" target="_self">Saline Controversy: এবার ওষুধ ও স্যালাইনে ‘ভেরিফায়েড স্ট্যাম্প’ চালুর সিদ্ধান্ত, উদ্যোগ রাজ্যের সরকারি হাসপাতালের</a></strong></p>



Source link