NOW READING:
অবশেষে সুখবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলাদেশ তারকা তামিম ইকবাল
March 28, 2025

অবশেষে সুখবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলাদেশ তারকা তামিম ইকবাল

অবশেষে সুখবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলাদেশ তারকা তামিম ইকবাল
Listen to this article


ঢাকা: দিনকয়েক আগেই সকলের উদ্বেগ বাড়িয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন। এই খবরে গোটা ক্রিকেটবিশ্ব উদ্বিগ্ন হয়েছিল। তবে শুক্রবার এল সুখবর। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। 

৩৬ বছর বয়সি বাংলাদেশি তারকা সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে ম্যাচ খেলছিলেন তিনি। মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তামিম বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম।

তিনি বলেছিলেন, ‘প্রথম যে রক্তপরীক্ষা করা হয়েছিল, তাতে সমস্যা পাওয়া যায়। তামিম জানিয়েছিলেন উনি অস্বস্তি অনুভব করছেন এবং ঢাকায় ফিরে যেতে চান। অ্যাম্বুলেন্সও নিয়ে আসা হয়েছিল। হাসপাতাল থেকে তাঁকে যখন মাঠে ফেরানো হচ্ছিল, তখন ফের বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। তারপর দ্বিতীয়বারের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রবল হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে। ফজিলাতুন্নেসা হাসপাতালে (Fazilatunnesa Hospital) তাঁকে পর্যবেক্ষেণে রাখা হয়েছে।’                 

শুক্রবার ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সাংবাদিকদের তামিমের শারীরিক আপডেট দিতে গিয়ে জানান, ‘ওঁর অবস্থা পর্যবেক্ষণ করে আমরা আজ ওঁকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছি। তবে ওঁকে এখন কিন্তু কড়া শাসনের মধ্যে দিয়ে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালাতে হবে এবং নিজের জীবনযাত্রায়ও আমূল বদল করতে হবে।’ এর আগেই তামিমের বিষয়ে কথা বলতে গিয়ে ডাক্তার জানিয়েছিলেন বাংলাদেশ তারকার ধূমপানের স্বভাব রয়েছে। এই পরিণতির পরেও তিনি ধূমপান করার আবদারও করেছিলেন বলে দাবি করেন তিনি। প্রায় একই সুরে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক আবু জাফর জানিয়েছিলেন অন্তত তিন মাস ক্রিকেট খেলতে পারবেন না তামিম।

তিনি বলেছিলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে তারপর (তিন মাস) ওঁ ক্রিকেটে ফিরতে পারেন। ওঁর (ধূমপান করা থেকে) দূরে থাকতে হবে এবং ডাক্তাররা যা বলছেন, তা কড়াভাবে মেনে চলতে হবে।’ এবার দেখার তিন ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে শতরান করা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তথা দলের প্রাক্তন অধিনায়ক অবশেষে কবে মাঠে ফেরেন।

আরও দেখুন



Source link