NOW READING:
চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে হল নিচে ! ‘যৌন নির্যাতন’ ইন্টারসিটি এক্সপ্রেসে
February 7, 2025

চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে হল নিচে ! ‘যৌন নির্যাতন’ ইন্টারসিটি এক্সপ্রেসে

চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে হল নিচে ! ‘যৌন নির্যাতন’ ইন্টারসিটি এক্সপ্রেসে
Listen to this article


নয়াদিল্লি: ইন্টারসিটি এক্সপ্রেসে কোয়েম্বাটুর থেকে তিরুপতি যাচ্ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা।চলন্ত ট্রেনেই ওই গর্ভবতী মহিলার উপর চলে যৌন নির্যাতন। বাধা দিতেই চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় নিচে ! বিস্ফোরক অভিযোগ তামিলনাড়ুতে। 

গতকাল বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় রাত তখন ৯টা। প্রায় অনেকেই ডিনার সেরে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউবা ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছে। কামরায় আলো-আঁধারি। ইন্টারসিটি এক্সপ্রেস তখন বেগে নিয়েছে। অন্ধ্রপ্রদেশের চিত্তুরের দিকে এগোচ্ছে।  শীতের রাতে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ট্রেন চলার আওয়াজ। লাইন বদলানোর আওয়াজ।  ঠিক এমনই এক সময় ঘটে যায় ওই ভয়াবহ ঘটনা।

চার মাসের ওই অন্তঃসত্ত্বা তখন, টয়লেট যাবেন বলে সিট ছেড়ে উঠেছেন। আর তখনই হামলা চালায় তাঁর উপর দুষ্কৃতীরা বলে অভিযোগ। না, বলিউডি ছবি ‘গজনি’-র মতো, ট্রেনের কামরায় কোনও জওয়ান ভর্তি কোচ ছিল না। ‘বাঁচাও’ বলে আর্তনাদও করেছেন ওই মহিলা। কিন্তু ওই মুহূর্তে কাউকে পাননি। এরপরেই ওই গর্ভবতী মহিলার উপর চলে যৌন নির্যাতন। বাধা দিতেই ,চলন্ত ট্রেন থেকে তামিলনাড়ুর বাসিন্দা ওই চার মাসের অন্তঃসত্ত্বাকে, ফেলে দেওয়া হয় নিচে।

শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁকে উদ্ধার করে প্রথমে কেভি কুপ্পম হাসপাতালে নিয়ে গিয়েছে স্থানীয়রা।  চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার হাত ও পা ভেঙে গিয়েছে। চোট লেগেছে মাথাতেও ! শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায়, ভেলোরের সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সরব ওই রাজ্যের বিরোধীরা।

আরও পড়ুন, বাংলাদেশে একের পর এক স্মৃতি ধ্বংস মুজিবের, বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিস পরম যত্নে রক্ষা কলকাতায়

আরও দেখুন





Source link