জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেম, বিয়ে, সম্পর্ক- বলিউডে কখন যে কার সঙ্গে কার জুড়ছে আর কখন ভাঙছে, তা বলা খুবই মুশকিল। কোনও তারকা জুটির প্রেম চিরকালীন, কারোর আবার মাস ঘুরতেই তাল কাটছে, কেউ আবার ৩৭ বছরের দাম্পত্য ভাঙছেন। এবার ভাঙা গড়া জুটির তালিকায় নয়া নাম তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় ভার্মা (Vijay Varma)।
আরও পড়ুন- David Warner in Cinema: ভারতে মজে বিদেশের স্টার ক্রিকেটার, সিনেমায় নেমেই কয়েক মিনিটে ১ কোটি…
‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছে এই জুটি। এমনকী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের অন্তঃরঙ্গ ছবি। তবে হঠাৎ বদলে গেল সম্পর্কের সমীকরণ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি ভেঙে গেছে এই জুটির প্রেম।
তামান্না ও বিজয়ের এক কাছের মানুষই সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন। সূত্রের দাবি, “এক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে তাঁরা ভাল বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার পরিকল্পনা করেছেন।” প্রেম থেকে পরিণয়ের পথে ছিল যে প্রেম, সেই সম্পর্ক কেন ভেঙে গেল, তা অবশ্য জানা যায়নি। এমনকি, তামান্না-বিজয়ও বিষয়টি এখনও কোনও কথা বলেননি।
আরও পড়ুন- Oscars 2025: অস্কারের মঞ্চে আচমকা হিন্দিতে বলে উঠলেন সঞ্চালক কোনান ও’ব্রায়েন, ভাইরাল ভিডিয়ো…
কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’, যেখানে চারটি গল্প মিলে তৈরি সিনেমা। সেই ছবিতে অভিনয় করেন তামান্না-বিজয়। মূলত, এই সিনেমার শুটিং সেট থেকেই তাঁদের প্রেম। সেখান থেকেই তাঁদের প্রেমের গল্পের সূচনা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
প্রসঙ্গত, ২০২৩ সালে তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার চুম্বনের ভিডিয়ো ফাঁস হয়। তারপরই তাঁদের প্রেম নিয়ে হইচই পড়ে যায় বলিউডের অন্দরে। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকারও করেন এই যুগল। সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন তাঁরা, যে বিয়ের পরিকল্পনাও করছিলেন তবে এরই মাঝে বিচ্ছেদের খবরে হতাশ তাঁদের অনুরাগীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours