NOW READING:
টেকনিশিয়ানদের বয়কট, পাল্টা পরিচালকদের হুমকি
July 28, 2024

টেকনিশিয়ানদের বয়কট, পাল্টা পরিচালকদের হুমকি

টেকনিশিয়ানদের বয়কট, পাল্টা পরিচালকদের হুমকি
Listen to this article


ABP Ananda LIVE: টেকনিশিয়ানদের বয়কট, পাল্টা পরিচালকদের হুমকি। টলিপাড়ার অচলাবস্থা কাটাতে এবার মধ্যস্থতার প্রস্তাব আর্টিস্টস ফোরামের। দ্রুত কাজের পরিবেশ ফেরাতে আবেদন মোশন পিকচার আর্টিস্টস ফোরামের। উভয়পক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে বিজ্ঞপ্তি জারি। রঞ্জিত মল্লিক, জিৎ, শান্তিলাল মুখোপাধ্য়ায়দের তরফে আবেদন।

আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে। তাঁর জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে। এই অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হন রঘুনাথগঞ্জের ওই জমি মালিক। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়। অভিযোগ, পুলিশ ফিরে যেতেই জমি মালিকের বাড়িতে হামলা চালায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা। চলে ভাঙচুর, মারধর। আক্রান্ত চারজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জনরোষের ফল, ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার করেছেন উপপ্রধান। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।  বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের। 



Source link