NOW READING:
দোল উৎসবের মাঝেই দুর্গাপুজোর সূচনা টালা প্রত্যয়ে !
March 14, 2025

দোল উৎসবের মাঝেই দুর্গাপুজোর সূচনা টালা প্রত্যয়ে !

দোল উৎসবের মাঝেই দুর্গাপুজোর সূচনা টালা প্রত্যয়ে !
Listen to this article



<p>ABP Ananda Live: টালা প্রত্যয়ে দোল উৎসব যেমন পালন হচ্ছে, তেমনই দুর্গাপুজোর সূচনা হল আজ। একদিকে রয়েছে ঢাক আর অন্যদিকে আবির। আজ ব্যানার উন্মোচন করা হল টালা প্রত্যয়ের। এবছরটা একটু বেশই গুরুত্বপূর্ণ কারণ এবছর টালা প্রত্যয়ের ১০০ বছর।&nbsp;</p>
<p>বসন্ত জাগ্রত দ্বারে। আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেশানোর দিন। নাচে-গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক&nbsp;<br />অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। বিভিন্ন জায়গায় চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়।</p>
<p><strong>দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, ‘বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'</strong></p>
<p>&nbsp;নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, ‘বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'</p>
<p>কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।&nbsp;</p>



Source link