NOW READING:
Tahawwur Rana Return: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ফেরানো হচ্ছে! ভারতের মাটিতে পা দিলেই কী করা হবে তাকে?
April 10, 2025

Tahawwur Rana Return: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ফেরানো হচ্ছে! ভারতের মাটিতে পা দিলেই কী করা হবে তাকে?

Tahawwur Rana Return: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ফেরানো হচ্ছে! ভারতের মাটিতে পা দিলেই কী করা হবে তাকে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই কি নতুন ভারত? যেখানে বিন্দুমাত্র সহনশীলতা দেখানো হবে না জঙ্গিদের, উগ্রপন্থীদের, বিচ্ছিন্নতাবাদীদের? অনেকটা তেমনই হয়তো পরিস্থিতি। কেননা, অনেক জল ঘোলার পরও পার পেল না তাহাউর রানা। ভারতে আসতেই হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম যড়যন্ত্রী তাহাউরকে।  আমেরিকা থেকে ভারতে আনা হচ্ছে তাকে। গতকাল, বুধবারই তাকে নিয়ে বিশেষ বিমান রওনা দিয়েছিল। তাহাউর রানা পাকিস্তানি-আমেরিকান টেররিস্ট ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত ছিল। যারা ২৬/১১ ঘটানোর ব্লু-প্রিন্ট তৈরি করেছিল এই ডেভিড কোলম্যান তাদের অন্যতম। বলতে গেলে মাস্টারমাইন্ড। 

জানা গিয়েছে, বুধবার সন্ধে ৭ টা ১০ মিনিট নাগাদ এনআইএ-র টিম তাহাউর রানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। আজ, বৃহস্পতিবার দুপুরে তাদের দিল্লিতে অবতরণ। দিল্লিতে পা রাখা মাত্র এনআইএ তাহাউরকে অফিসিয়ালি গ্রেফতার করবে। আপাতত তিহাড় জেলেই রাখা হবে মুম্বই হামলার চক্রীকে। তিহাড় জেলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে এজন্য। দিল্লিতে এনআইএ-এর বিশেষ আদালতে তার শুনানি।

আরও পড়ুন: Jupiter Transit in Mrigasira: দেবগুরু বৃহস্পতি ঢুকছেন মার্গশীর্ষে! বৃহস্পতির সন্ধের পর থেকেই এঁদের জীবনে সৌভাগ্যের বিপুল বন্যা…

আরও পড়ুন: Hanuman Jayanti 2025: এবার হনুমান জয়ন্তীতে বিরল গ্রহযোগ! বজরঙ্গবলীর কৃপায় টাকার পাহাড়ে বসে থাকবেন এই রাশির জাতকেরা…

কে এই তাহাউর রানা?

পাকিস্তানি বংশোদ্ভূত তাহাউর রানা ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেল-সহ একাধিক জায়গায় যে হামলা চালানো হয়েছিল তার অন্যতম চক্রী। ১০ জন পাকিস্তানি জঙ্গি সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রাণঘাতী হামলা চালিয়েছিল। মোট ১৬৬ জন মারা যান। কাসভ নামের এক জঙ্গিই ধরা পড়েছিল। দীর্ঘদিন তাকে জেলবন্দি রাখা হয়। শেষে ফাঁসির সাজা দেওয়া হয়। এই মুম্বই হামলার মাস্টারমাইন্ড ওই ডেভিড হেডলি। হেডলিকেই বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে সাহায্য করেছিল তাহাউর। মুম্বই হামলার আগে রেইকিও করে যায় তাহাউর। ২০০৮ সালের ১১ থেকে ২১ নভেম্বরের মধ্যে মুম্বইয়ে ছিল রানা। ঘটনার পরে দীর্ঘদিন আমেরিকায় জেলবন্দি ছিল তাহাউর। ভারত বহু চেষ্টা করেছে তাঁকে দেশে আনার। তা সফল হয়নি। তবে ট্রাম্প আমেরিকার মসনদে আসার পরেই খেলা ঘুরে যায়। ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যর্পণ রুখতে রানা আবেদন করলেও, মার্কিন সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

তাহাউরকে আমেরিকা থেকে ভারতে ফেরানোর এই গোটা ব্য়াপারটার উপর নজর রাখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক প্রতি মিনিটের আপডেট নিচ্ছে বলেই খবর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link