কথা ছিল ম্যাজিক-মিকি মাউসে সময় কাটানোর, মালদায় বোমা ফেটে ২ শিশু গুরুতর আহত ! নেওয়া হল হাসপাতালে
মালদা: কথা ছিল ম্যাজিক-মিকি মাউসে সময় কাটানোর। মায়ের হাত ধরে, যাদের এখনও ভাল করে দেখা হয়নি পৃথিবীটাকেই। এদিকে তারই মাঝে বারবার রক্তাক্ত হচ্ছে শৈশব। কখনও বল কুড়োতে ভুল করে বোমাকেই বল ভেবে বিস্ফোরণের শিকার হয়েছে ক্ষুদের দল। অতীতে একাধিকবার কখনও বা অজান্তেই কচি হাত ছুঁয়ে গিয়েছে মৃত্যুবাণ। আর এবার ফের মালদায় বোমা ফেটে ২ শিশু […]