<p><strong>ভাস্কর ঘোষ, হাওড়া:</strong> হাওড়া লিলুয়ার ৩১ নম্বর ওয়ার্ডের জলার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে জল জমাকে কেন্দ্র করে অসন্তোষ এলাকাবাসীর।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে পুরসভার এক আধিকারিক সেখানে যান। পৌঁছায় এলাকার তৃণমূল নেতারাও। তাদের ঘিরেই চলে বিক্ষোভ।</p> <p>অল্প বৃষ্টি হলেই জল […]