NOW READING:
ট্যাবের টাকা উধাওয়ের পরে নেপালে পলাতক, ফিরতেই গ্রেফতার মাস্টারমাইন্ড
January 29, 2025

ট্যাবের টাকা উধাওয়ের পরে নেপালে পলাতক, ফিরতেই গ্রেফতার মাস্টারমাইন্ড

ট্যাবের টাকা উধাওয়ের পরে নেপালে পলাতক, ফিরতেই গ্রেফতার মাস্টারমাইন্ড
Listen to this article


ABP Ananda LIVE : জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, মাস্টারমাইন্ড গ্রেফতার । মাজিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার ।গ্রেফতার মহম্মদ মুফতাজুল ইসলাম জুয়েল । উত্তর দিনাজপুরের চোপড়ার কোর্টগাছ থেকে গ্রেফতার । ‘স্কুলের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে ট্যাবের টাকা গায়েব’। মাস্টারমাইন্ড হিসেবে জুয়েলের নাম উঠে আসে CID-র তদন্তে: সূত্র । ট্যাবের টাকা উধাওয়ের পরে নেপালে পলাতক, ফিরতেই গ্রেফতার। ইসলামপুর সাইবার থানায় অভিযোগ দায়ের, চক্রী গ্রেফতার। 

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পূণ্যস্নানে গিয়ে কী অভিজ্ঞতা বাংলা সিনেমার প্রযোজকের?

সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। পূণ্যস্নান, জয়দধ্বনির বদলে শুধুই কান্না, চোখের জল আর হাহাকার। গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বয় অন্তত ১০ জনের। শতাধিক পুণ্যার্থী গুরুতর আহত। রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে ঢুকছে একের পর এক অ্যাম্বুল্যান্স। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভিড় সামলাতে বাতিল কুম্ভ স্পেশাল ট্রেন। দুর্ঘটনার পর উদ্ধারে নামা আধাসেনার সঙ্গে যোগ দিয়েছে NSG কমান্ডোরা। তবে আজকের কুম্ভের পরিস্থিতিটা ঠিক কেমন? প্রয়াগরাজ থেকেই সেই খবর দিলেন প্রযোজক রানা ভট্টাচার্য্য। 



Source link