<p><strong>কলকাতা:</strong> ট্য়াবের টাকা নিয়ে জালিয়াতির জেরে, বড়সড় প্রশ্নের মুখে রাজ্য় সরকারের ভূমিকা। প্রশ্ন উঠছে, কেন সুরক্ষিত করা হয়নি পোর্টালকে? ব্য়র্থতার দায় কার? ট্যাবের টাকা ভিনরাজ্যে ! হ্যাকড সরকারি পোর্টাল ? কী ব্যবস্থা নিচ্ছে সরকার ?</p>
<p><strong>প্রশ্নের মুখে রাজ্য় সরকারের ভূমিকা: </strong>জেলায় জেলায় ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা উধাও। যা নিয়ে এবার নতুন বিতর্কের মুখে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "কয়েকটি জেলায় ঘটেছে। অল্প কয়েকটি স্কুলে ঘটেছে। প্রশাসনিক স্তরে পুরো বিষয়টা খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। যার জন্যে বেশ কিছু গ্রেফতারিও হয়েছে। এছাড়া ন্যাশনাল ইনফোরমেটিক সেন্টারস। এনআইসি একটা এসওপি তৈরি করছে। কোন কোন হ্যাকার এসব করছে, সেটা এনআইসি চিহ্নিত করছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হয়েছে। আগামী দিনে যারা এই অসাধু কাজ করেছে, কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এটার কড়া নির্দেশ দিয়েছেন।” </p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Hooghly Theft News: ঘরের তালা ভাঙা, জগদ্ধাত্রীর ভাসান দেখে ফিরে মাথায় হাত চুঁচুড়ার একাধিক পরিবারের" href="https://bengali.abplive.com/district/hooghly-theft-news-chinsurah-complaints-of-theft-in-several-houses-1105059" target="_self">Hooghly Theft News: ঘরের তালা ভাঙা, জগদ্ধাত্রীর ভাসান দেখে ফিরে মাথায় হাত চুঁচুড়ার একাধিক পরিবারের</a></strong></p>
Source link
ট্যাবের টাকা ভিনরাজ্যে ! হ্যাকড সরকারি পোর্টাল ? কী ব্যবস্থা নিচ্ছে সরকার ?
Read Time:2 Minute, 56 Second