# Tags
#Blog

শ্বেতার জন্মদিনের ‘সেরা উপহার’ দিলেন ‘বাবাই’ রুবেল, বিশেষ আয়োজনে কী রইল?

শ্বেতার জন্মদিনের ‘সেরা উপহার’ দিলেন ‘বাবাই’ রুবেল, বিশেষ আয়োজনে কী রইল?
Listen to this article


কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় তারকা জুটি রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ। সেই সঙ্গে চর্চিত তাঁদের প্রেম। একে অপরের জন্মদিনের মতো আনন্দের দিনে হোক, বা দুর্ঘটনা-অসুখের মতো বিপদের দিনে, কখনও হাত ছাড়েন না। শ্বেতা ও রুবেলের প্রেমের প্রশংসায় পঞ্চমুখ থাকেন দর্শক। সেই ভালবাসার খানিক ঝলক মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। সম্প্রতি শ্বেতার জন্মদিন গেল। প্রেমিকাকে কী বিশেষ উপহার দিলেন রুবেল? কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? (Social Media Post)

শ্বেতার জন্মদিনে প্রেমিক রুবেলের বিশেষ উপহার

কিছুদিন আগেই জন্মদিন ছিল ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেত্রীর। শ্বেতার জন্মদিনে বেশ অনেকটা পরের দিকে সারাদিনের নানা সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘এটা লেট পোস্ট, কিন্তু আবারও শুভ জন্মদিন আমার রানি, আমি শুধু চাই তুমি যেন সারাজীবন আনন্দে থাকো এবং চাই তোমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ হতে। তোমার জন্মদিন তোমার মতো দারুণ মানুষকে উদযাপন করার জন্য বিশেষ দিন। আশা করছি তুমি বোঝো যে আমার জন্য তুমি কতটা এবং তোমার সঙ্গে থাকতে পেরে আমি কতটা সৌভাগ্যবান। শুভ জন্মদিন।’ রুবেলের ভালবাসার মোড়ানো পোস্টের কমেন্টে পাল্টা ভালবাসা জানিয়েছেন অভিনেত্রীও। 

এরপরে জন্মদিন উদযাপনের একাধিক দারুণ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রিল তৈরি করে পোস্ট করেন। ক্যাপশনে আদরের ‘বাবাই’কে লেখেন, ‘আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি আর আমাকে ডেডিকেট করে তোর করা নাচ। বাবাই সত্যি আমি তোর জীবনে এতটা স্পেশাল!!?? আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রাখব বাবাই, কথা দিলাম। আর একটা কথা, এই ভাবেই ভালবাসিস, এই ভাবেই পাশে থাকিস। তোকেও আগলে রাখব। কথা দিলাম।’ রুবেল পাল্টা লেখেন, ‘সেরা উপহার তো তুমি আমার কাছে, এরকমভাবেই থেকো, এইটুকুই চাই।’

 


আরও পড়ুন: Rajatava Dutta on Tollywood: ‘অত্যন্ত ঘৃণ্য-নিন্দনীয় ঘটনা, তবে মনে করি অসুখ শনাক্ত হলে সারানো সম্ভব’, টলিউডে ‘থ্রেট কালচার’ প্রসঙ্গে মন্তব্য রজতাভ দত্তের

গত ৫ সেপ্টেম্বর ছিল রুবেলের জন্মদিন। সেই দিনটিকে বিশেষ করে তোলার দায়িত্ব অবশ্যই নিয়েছিলেন শ্বেতা। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি আজ তোমাকে কিছু কথা বলতে চাই। বাবাই, শুধু তোমার আনন্দ নয়, তোমার দুঃখও ভাগ করতে চাই। আমরা শুধু একে অপরের বাহুতে হাসিই না, কাঁদতেও যেন পারি। তুমিই আমার পৃথিবীর কেন্দ্র। আর আমি এর অন্যথা একেবারেই চাই না। আমাদের একসঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের ভালবাসা শক্তিশালী ও চিরন্তন এবং আমি তোমার সঙ্গে প্রত্যেক মুহূর্ত উপভোগ করি। আমি তোমাকে ভালবাসি।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal