NOW READING:
রাজ্যের সব মেডিক্যাল কলেজেগুলিতে চিকিৎসকদের ওপর নজরদারিতে বিশেষ উদ্যোগ
January 25, 2025

রাজ্যের সব মেডিক্যাল কলেজেগুলিতে চিকিৎসকদের ওপর নজরদারিতে বিশেষ উদ্যোগ

রাজ্যের সব মেডিক্যাল কলেজেগুলিতে চিকিৎসকদের ওপর নজরদারিতে বিশেষ উদ্যোগ
Listen to this article



<p>ABP Ananda Live: রাজ্যের সব মেডিক্যাল কলেজেগুলিতে চিকিৎসকদের ওপর নজরদারিতে বিশেষ উদ্যোগ। সিনিয়র শিক্ষক-চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তার, সকলের এক মাসের রোস্টার চাওয়া হল। এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। সোমবারের মধ্যেই তা জমা করার মৌখিক নির্দেশ স্বাস্থ্য দফতরের। চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে আচমকা পরিদর্শন করা হবে আচমকা হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সার্জারির সময় সংশ্লিষ্ট সিনিয়র চিকিৎসক আছেন কিনা যাচাই করা হবে। সিনিয়র চিকিৎসকের উপস্থিতি যাচাই করতে প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখা হবে। হাজিরা না থাকলে বা কর্তব্যে ত্রুটি চিহ্নিত হলে প্রয়োজনে কড়া পদক্ষেপ।&nbsp;</p>
<p><strong>স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:&nbsp;</strong></p>
<p>এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।</p>



Source link