NOW READING:
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, উত্তেজনা
February 7, 2025

আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, উত্তেজনা

আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, উত্তেজনা
Listen to this article



<p>ABP Ananda Live: আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। ন্যূনতম ভাতা বাড়ানো-সহ বিভিন্ন দাবিতে অভিযান। ব্যারিকেড করে মিছিল আটকে দিল পুলিশ। আশা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট</strong></p>
<p>কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার।&nbsp; আর জি কর কাণ্ডে় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি সাফ জানালেন, এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার অর্থাৎ সিবিআইয়ের।&nbsp;</p>
<p>হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা করে রাজ্য ও সিবিআই উভয়ই, তবে আলাদা আলাদা ভাবে। সেই বিষয়েই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার &nbsp;রাজ্যের নেই। তবে মান্যতা পেল সিবিআইয়ের আবেদন।</p>



Source link