কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজেও স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি! স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে রোগীকে বাড়ি ফিরতে দেওয়া হয় ২০০ টাকা’। হাসপাতাল থেকে ছুটির পর রোগী সহায়তা কেন্দ্র থেকে ২০০ টাকা পাওয়া যায়। স্লিপে অন্যের ফোন নম্বর লিখে, সই জাল করে সেই টাকা লোপাট!
২ মাসে অন্তত শতাধিক রোগীর প্রাপ্য় টাকা লোপাট! টাকা পেয়েছেন কি না, জানতে রোগীদের ফোন করতেই দুর্নীতির পর্দাফাঁস। দেখা যায় বেশ কয়েকটি মোবাইল নম্বরের কোনও অস্তিত্বই নেই কোথাও। ফোন করে জানা যায়, সংশ্লিষ্ট মোবাইল নম্বর ওই রোগীরই নয়! হাসপাতালের তদন্তে ধরা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির পর্দাফাঁস! রোগীদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল থেকে ছুটির সময় টাকা রোগীদের হাতে টাকা দেওয়ার দায়িত্ব রোগী সহায়কদের। তাহলে কি দুর্নীতিতে জড়িত রোগী সহায়কদেরই একাংশ? খোঁজ চলছে।
আরও পড়ুন, রাজ্যজুড়ে মোটা টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট সরবরাহ ! তবে কি সরকারি ওয়েবসাইটও হ্যাক ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন
+ There are no comments
Add yours