Malda News: মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। ধৃত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারের ঘোড়াপির ঘোষপাড়ায়। অপর ধৃত অমিত রজক ইংরেজবাজারের ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা। খুনে ব্যবহৃত বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এখনও অধরা মূল চক্রী। খুনের মোটিভ কী, তা নিয়েও অন্ধকারে পুলিশ। এর আগে ইংরেজবাজারের আরেক বাসিন্দা টিঙ্কু ঘোষ গ্রেফতার হয়। এই নিয়ে ইংরেজবাজার এলাকার ৩ জনকে গ্রেফতার করা হল। তবে কি তৃণমূলের কাউন্সিলর, জেলার সহ সভাপতি দুলাল সরকারকে খুনের ছক তাঁর এলাকায় বসেই হয়েছিল ? নেপথ্যে ঘনিষ্ঠ কারও হাত রয়েছে ? ইংরেজবাজার থেকে ধৃত ৩ জনই তৃণমূল নেতার গতিবিধি সংক্রান্ত খবর দিয়েছিল? সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল নেতা খুনে ধৃত বাকি ২ জন বিহারের কাটিহারের আজমনগরের বাসিন্দা।
+ There are no comments
Add yours