Kolkata Fire: তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন ছড়িয়েছে বলে খবর। নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ । অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘দেখুন এটা কিছু একটা আছে। হয় এই ঠান্ডার জন্য…বিশেষ করে ঝুপড়িতে, যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। শীতে গরম করার জন্য হয়তো .. না হলে পরপর ঝুপড়িতে এইভাবে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে। আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি । এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকতো না থাকতো কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। কিন্তু কেউ ভিতরে ছিল না।’