কলকাতা: মুরলীধর সেন লেনের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর । এদিন তিনি বলেন, ‘বাংলাদেশ সীমান্তে নমশূদ্র ভোটার আছে, তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে।হিন্দুদের একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি।’
আরও পড়ুন, শোওয়ার ঘরের এসি থেকে কিলবিল করে বেরিয়ে আসছে সাপ ! পরিবার নিয়ে লাফিয়ে ঘরের কোনায় অতিরিক্ত জেলাশাসক..
এদিন তিনি বলেন, ‘অনেকে হিন্দিতে কথা বললেও এরাজ্যে তারা মনেপ্রাণে বাঙালি। তৃণমূলের টার্গেট হাওড়া, আসানসোল, খড়গপুর, কলকাতা বন্দর এলাকা। বেছে বেছে হিন্দিভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ সীমান্তে নমশূদ্র ভোটার আছে, তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে। কৃষ্ণনগরে তৃণমূল নেতার হিন্দু ভোটারের নাম কাটার জন্য অভিযোগ করেছে। জেলা প্রশাসনও তড়িঘড়ি মেয়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে’, আমরা এসব মানি না। হিন্দুদের একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি। একজনও বাঙালি শরণার্থী হিন্দুর নাম কাটলে আমরা লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেনি নির্বাচন কমিশন, এজন্য ধন্যবাদ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল। রামনবমীতে শক্তি দেখাবেন তো? হিন্দুদের শক্তি দেখাবেন তো?’ বিজেপির যুব মোর্চার মিছিল থেকে হুঙ্কার বিরোধী দলনেতার।
ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার, হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু। পুলিশের আপত্তি খারিজ, বিরোধী দলনেতার মিছিলে হাইকোর্টের অনুমতি। রুট বদলে মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে অনুমতি । সন্ধে ৬টা পর্যন্ত বিজেপির যুব মোর্চার মিছিলে হাইকোর্টের অনুমতি।
আরও দেখুন