উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা: ১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ওদের (তৃণমূল) যে ক’টা মুসলমান বিধায়ক জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।’ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।তার আগে হিন্দু-মুসলমানের রাজনীতি খুল্লমখোল্লা চলছে! শুভেন্দু অধিকারী বলেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক’টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।’
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘ওরা এরকমই করে। ভেদাভেদ করে। এটা কোনও রাজনীতির ভাষা? এর কী উত্তর দেব। হিন্দু-মুসলমান নিয়ে এই রাজনীতি বেশ কয়েক বছর ধরেই শুরু হয়েছে। সম্প্রতি তা জোরাল হয়েছে।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাঁর কাছে চণ্ডীপাঠ শেখা। আজকে আমি বলতে বাধ্য় হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্য়াঙ্গ করছে, তাদের উত্তর দেওয়ার জন্য়। আমি যে বাড়িটায় থাকি ছোটবেলা থেকে, সেই বাড়িটায় একটা শিবমন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই।
আরও পড়ুন, ৬ বাইক আরোহীকে সন্দেহ, ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য় করে ‘গুলি’! মর্মান্তিক ঘটনা বীরভূমের দুবরাজপুরে..
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন , ‘নন্দীগ্রামে ৬৫% হিন্দু আমাকে ভোট দিয়েছে। আর ১০০% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি ১ হাজার ৯৫৬ ভোটে।’ হিন্দু-মুসলমানের রাজনীতি যত বাড়বে, কাদের লাভ, কাদের ক্ষতি? সব মিলিয়ে মেরুকরণের রাজনীতি ক্রমেই জোরাল হচ্ছে।
আরও দেখুন